শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে দাঙ্গার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জৈসওয়াল বলেন, “শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, যা বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ধ্বংস করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “বাংলা পরিচয়ের আত্মগৌরব যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, তার গুরুত্ব সকলেই বোঝেন। বাংলাদেশের জাতীয় চেতনার এক গুরুত্বপূর্ণ প্রতীক এই বাসভবন। এই ধ্বংসাত্মক কাজ কঠোরভাবে নিন্দনীয়।”
ভাঙচুরের ঘটনায় আতঙ্ক
বুধবার রাত আটটা নাগাদ ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় শেখ মুজিবের বাড়ির সামনে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়। প্রতিবাদকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনলাইন ভাষণের পরই এই হামলা সংগঠিত হয়।
Dhaka Tribune-এর প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গাকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙে এবং বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।
বাংলাদেশের বিভিন্ন মহলে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের বিদেশ মন্ত্রকও কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছে।