Homeখবরবাংলাদেশ'কঠোর নিন্দনীয়'! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ভারতের

‘কঠোর নিন্দনীয়’! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ভারতের

প্রকাশিত

শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে দাঙ্গার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জৈসওয়াল বলেন, “শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, যা বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ধ্বংস করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বাংলা পরিচয়ের আত্মগৌরব যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, তার গুরুত্ব সকলেই বোঝেন। বাংলাদেশের জাতীয় চেতনার এক গুরুত্বপূর্ণ প্রতীক এই বাসভবন। এই ধ্বংসাত্মক কাজ কঠোরভাবে নিন্দনীয়।”

ভাঙচুরের ঘটনায় আতঙ্ক

বুধবার রাত আটটা নাগাদ ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় শেখ মুজিবের বাড়ির সামনে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়। প্রতিবাদকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনলাইন ভাষণের পরই এই হামলা সংগঠিত হয়।

Dhaka Tribune-এর প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গাকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙে এবং বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশের বিভিন্ন মহলে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের বিদেশ মন্ত্রকও কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছে।

সাম্প্রতিকতম

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

আরও পড়ুন

ক্যান্টনমেন্ট থেকে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা’, এনসিপি’র দাবিতে তোলপাড় রাজনীতি

আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে দাবি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের উদ্যোগ বাংলাদেশের

ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন...

মার্কিন শিক্ষাবিভাগ বিলুপ্তির পথে, ঐতিহাসিক নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

মার্কিন শিক্ষাবিভাগ বিলুপ্তির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। রাজ্যগুলির হাতে শিক্ষার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে