ধূমপান করলে চিকিৎসক হওয়া যাবে না, সিদ্ধান্ত বাংলাদেশের

0

দেশে মাদকাসক্তি ও ধূমপানের প্রবণতা কমানোর লক্ষ্যে এক অভিনব পদক্ষেপ করল বাংলাদেশের স্বাস্থ্য দফতর। মাদকাসক্ত ও ধূমপায়ীরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না বলে নির্দেশ দিল দফতর। আগামী শিক্ষা বর্ষ থেকে এই ব্যবস্থা চালু করা হবে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী  মহম্মদ নাসিম জানান, শিক্ষাগত দিক থেকে ছাত্র-ছাত্রীরা উপযুক্ত হলেও এই পরীক্ষা বাধ্যতামূলক। মেডিকেল কলেজে ভর্তির আগে রীতিমত রক্ত পরীক্ষা করে, প্রত্যয়ণ পত্র জমা করতে হবে। তা যাচাই করা হবে কোনও চিকিৎসককে দিয়ে। তাতে মাদকাসক্ত নয় বলে প্রমানিত হলে, তবে পড়াশনার সুযোগ হবে পড়ুয়াদের। ২০১৬-১৭ শিক্ষা বর্ষ থেকে এই পদ্ধতি কার্যকর করা হবে। এর সাহায্যে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করেন তিনি।

অন্যদিকে, কেউ যদি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর নেশা করা শুরু করেন তাঁকে যাতে কলেজ কর্তৃপক্ষ সাবধান করতে পারে ও তাতে কাজ না হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে তার জন্যও যথাযথ বিধি রাখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

ক্রমশ এই ব্যবস্থার সুফল মিলবে বলে আশাবাদী মন্ত্রী। তবে এই ব্যবস্থায় সাফল্যের জন্য অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা চেয়েছেন তিনি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন