Homeখবরবাংলাদেশকোটা সংস্কার আন্দোলনে মৃত বেড়ে ২৭, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ঘরে থাকার পরামর্শ...

কোটা সংস্কার আন্দোলনে মৃত বেড়ে ২৭, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ঘরে থাকার পরামর্শ হাইকমিশনের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে যে আন্দোলন চলছে তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এঁদের মধ্যে ঢাকায় মারা গিয়েছেন ২৭ জন, ঢাকার বাইরে ৮ জন। বৃহস্পতিবার এই আন্দোলন চরম আকার ধারণ করে। এটা সরকারি হিসাব। বেসরকারি মতে, মৃতের সংখ্যা আরও বেশি।

এই অস্থির সময়ে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। ‘এক্স’ হ্যান্ডেলে হাইকমিশনের তরফে লেখা হয়েছে, “বাংলাদেশে চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের এবং ভারতীয় ছাত্রদের ঘুরে বেড়াতে নিষেধ করা হচ্ছে এবং ঘরের বাইরে বেরোনো যতটা সম্ভব কম করতে বলা হচ্ছে।”

টিভি দফতরে কেন আগুন   

গত বুধবার বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার পর দিনই বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দেয় ঢাকায় বিটিভির সদর দফতরে। সরকারি চাকরিতে যে কোটা চালু করা হয়েছে তা সংস্কারের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী রাজপথে সমবেত হয়। তারা রায়ট পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের উদ্দেশে ইটপাটকেল ছুড়তে থাকে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট চালায়। পুলিশ অফিসাররা বিটিভির সদর দফতরের দিকে পিছিয়ে গেলে জনতা তাঁদের ধাওয়া করে। ক্রুদ্ধ জনতা টিভি সদর দফতরের রিসেপশন এবং আশেপাশের ডজনখানেক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে দমকল আগুন আয়ত্তে আনে। সেই থেকে বাংলাদেশে টিভি সম্প্রচার বন্ধ আছে।

টেলি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

এই আন্দোলনের জেরে টেলি যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু সংবাদপত্রের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। দেশের বাইরে ফোন করা যাচ্ছে না। ইন্টারনেট পরিষেবা কাজ করছে না। প্রতিবাদ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে দেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

‘মৃতদের দেহ মাড়িয়ে আলোচনা নয়’

আইনমন্ত্রী বলেছেন, প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক সরকার। সংবাদসংস্থা এপি-র সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা বলেছে, তারাও আলোচনায় বসতে চায়। তবে, প্রতিবাদকারীদের কো-অর্ডিনেটর নাহিদ ইসলাম রয়টার্সকে বলেছেন, “আলোচনা আর গুলি চালানো একসঙ্গে চলতে পারে না।…আলোচনায় বসার জন্য আমরা মৃতদের দেহ মাড়িয়ে যেতে পারি না।”

আরও পড়ুন

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ অব্যাহত বাংলাদেশে, ১৯ জনের মৃত্যু, ইন্টারনেট বন্ধের অভিযোগ

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

অর্থনীতির রসাতলে বাংলাদেশ! গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প ধ্বংসের মুখে, ‘৭১ সালের যুদ্ধের সঙ্গে তুলনা শিল্পপতিদের

বাংলাদেশে চলছে গভীর রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ, ছাঁটাই, ও ঋণখেলাপির আশঙ্কায় শীর্ষ উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন—সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, হঠাৎ ছুটিতে ফেরায় জল্পনা তুঙ্গে

বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সইয়্যদ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক মহলে জোর জল্পনা। কী কারণে এই আকস্মিক পদক্ষেপ, তা ঘিরে প্রশ্ন উঠছে।