অ্যাম্বুলেন্সের পর ভারতের উপহার, অক্সিজেন প্লান্ট পেল বাংলাদেশ

0
বাংলাদেশকে ভারতের উপহার।
চট্টগ্রাম সমুদ্রবন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সাবিত্রী’।

ঋদি হক: ঢাকা

ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের ৭১টি ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হয়েছে।  সেই রেশ কাটতে না কাটতেই উত্তাল সমুদ্রের বুক চিরে উপহারের দু’টো অক্সিজেন প্লান্ট (Oxygen Plant) নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছোলো ভারতীয় ভারতের নৌবাহিনীর ‘আইএনএস সাবিত্রী’ (INS Savitri)।

ঢাকায় ভারতীয় হাই কমিশন তরফে জানানো হয়, এই অক্সিজেন প্লান্টগুলো স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক। সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিক্যাল অক্সিজেন তৈরিতে সক্ষম এই প্লান্ট। প্রতি মিনিটে প্লান্টগুলোর অক্সিজেন উৎপাদনক্ষমতা ৯৬০ লিটার।

হাসপাতালে সরাসরি বসানোর পাশাপাশি এগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার করা যায়। প্লান্টগুলি চিকিৎসাকাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতি-সহ জিওলাইট (মলিকুলার সিভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে।

কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত

ভারতীয় নৌবাহিনীর অফশোর টহলদারি জাহাজ ‘আইএনএস সাবিত্রী’ বৃহস্পতিবার দু’টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। কোভিড অতিমারির মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ভারত তাদের ডিআরডিও (DRDO, Defence Research and Development Organisation)  দ্বারা নির্মিত প্লান্টগুলি উপহার হিসেবে দিয়েছে।

বাংলাদেশকে ভারতের উপহার।

এর মধ্যে একটি প্লান্ট ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে ‘বিএনএস পতেঙ্গা’য় (BNS Patenga) স্থাপনের জন্য। ‘বিএনএস পতেঙ্গা’ বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল।

‘আইএনএস সাবিত্রী’র এই বাংলাদেশ সফর ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী জাহাজের দ্বিতীয় বার বন্দর পরিদর্শন, যখন ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীর দু’টি জাহাজ প্রথম বারের মতো মংলা সফরে এসেছিল যৌথ ভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে।

‘আইএনএস সাবিত্রী’

‘আইএনএস সাবিত্রী’ একটি অফশোর টহলদারি জাহাজ যা ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি নির্মাণ করেছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড।

এল দু’টি অক্সিজেন প্লান্ট।

ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ হিসেবে, ‘আইএনএস সাবিত্রী’ বহর সহায়তা কার্যক্রম, উপকূলীয় এবং উপকূল থেকে দূরবর্তী টহল, সমুদ্রে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি চালায়। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার এন রবি সিং।

বাংলাদেশ সফরকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলির সঙ্গে শুক্রবার বঙ্গোপসাগরে প্যাসেজ মহড়ায় যোগ দেবে।

বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির পারস্পরিক সফর একটি চলমান কার্যক্রম এবং এর মাধ্যমে দু’ দেশের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সহযোগিতার মনোভাব দৃঢ়তর হয়।

আরও পড়তে পারেন

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের কলেরা-টাইফয়েড টিকা গবেষক বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করতে হবে: বাংলাদেশের বিদেশমন্ত্রী

৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত উড়ান চলাচল

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন