লাঠি পিটিয়ে ঘোড়াকে খোঁড়া করলেন বিজেপি বিধায়ক

0
Nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

খবর অনলাইন ডেস্ক : এ বার কি ঘোড়াতেও ‘দেশদ্রোহী’ খুঁজছে বিজেপি?

বিজেপির প্রতিবাদ চলছিল কংগ্রেসি মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে। প্রতিবাদ সামলাতে হাজির হয়েছিল ঘোড়সওয়ার পুলিশ। আন্দোলনকারীদের রুখে দিতেই ক্ষেপে উঠলেন প্রতিবাদের নেতৃত্বে থাকা বিজেপি বিধায়ক গণেশ যোশী।পুলিশের লাঠি ছিনিয়ে একটি ঘোড়ার পায়ে বেধড়ক মার। ঘোড়াকে খোঁড়া করে তবে শান্তি হয় গণেশ যোশীর। মারের চোটে ক্ষতবিক্ষত ঘোড়াটি পড়ে গেল রাস্তায়। ঘটনাটি উত্তরাখণ্ডের।

বিধায়ক অবশ্য সাফাই দিয়েছেন, “তাঁর কোনও দোষ নেই। ঘোড়াটি অনেক ক্ষণ ধরে জল খায়নি। জল খেতেই আবার ঠিক হয়ে গেছে।” দেরাদুনের এসএসপি সদানন্দ দাতে অবশ্য জানিয়েছেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, গণেশ যোশী লাঠি দিয়ে ঘোড়াকে পেটাচ্ছেন। ঘোড়াটিকে চিকিৎসার জন্য মিলিটারি অ্যাকাডেমির পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা বলছেন, পা বাদ দিতে হবে।” পশু হাসপাতালের চিকিৎসক ডাঃ নেগি জানিয়েছেন, “ঘোড়ার বাঁ পায়ের মেটাটারসাল হাড় ভেঙেছে।” “ঘোড়াকে লাঠি দিয়ে মার ? মনে হয় বিজেপির ডিকশনারিতে ‘সহিষ্ণুতা’ শব্দটাই নেই” — মন্তব্য মুখ্যমন্ত্রীর।

সঙ্গের ছবি এএনআই-এর টুইটার পোস্ট থেকে নেওয়া

ঘোড়াকে পেটাচ্ছেন বিজেপি বিধায়ক
ঘোড়াকে পেটাচ্ছেন বিজেপি বিধায়ক

 

আহত ঘোড়া
আহত ঘোড়া

ঘটনায় বিধায়কের শাস্তির চেয়েছেন লেখিকা শোভা দে।

shova-de
শোভা দের-র টুইট

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.