খবর অনলাইন : কানহাইয়া-কাণ্ড বড় বিপাকে ফেলেছে বিজেপিকে। জাতীয়বাদের বিষয়টিকে সামনে তুলে আনতে শেষ পর্যন্ত ‘কেন আমি নাস্তিক’-এর লেখক শহিদ ভগত সিং-কে আঁকড়ে ধরল দল।
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে ২৩ তারিখ থেকে আগামী দু’দিন ভগত সিং স্মরণে শহিদ দিবস পালন করবে তারা।
দু’দিন আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র নেতা কানহাইয়ার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করেছেন কংগ্রেস নেতা শশী তারুর। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বিজেপি সভাপতি অমিত শাহ সাত সকালে টুইট করে ভগত সিং, রাজগুরু ও সুখদেবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এ দিকে টুইট বার্তায় শহিদ ভগত সিং-এর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাভারকারকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়েছে কংগ্রেস।।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।