খবর অনলাইন: ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে প্রকাশ্যে ছুরি মেরে, গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ব্রিস্টলের মার্কেট স্ট্রিটে। ৫২ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, বিবাদে জড়িয়ে পড়া দুই ব্যক্তির মধ্যে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন এমপি। এমপি মধ্যস্থতা করতে গেলে এক ব্যক্তি গুলি ছোড়ে। কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাঁকে ছুরিকাঘাত করে। অন্য প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেন, জো কক্সকে লক্ষ করেই আততায়ী গুলি চালায়।
৪১ বছরের ওই সাংসদ গত বছর নির্বাচিত হন। তিনি বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন।
এর আগে ১৯৯০ সালে আইরিশ রিপাবলিকানদের এক হামলায় ব্রিটিশ কনজারভেটিভ ইয়ান গাও পদে থাকা অবস্থায় প্রাণ হারান।
ছবি: সৌজন্যে রয়টার্স
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।