মিশে যেতে চলেছে তিনটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা

0
insurance
প্রতীকী ছবি

নয়াদিল্লি: ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর এ বার বিমা সংস্থা। জানা গিয়েছে, দেশের তিনটি বৃহৎ সাধারণ বিমা সংস্থার সংযুক্তিকরণে শীঘ্রই অনুমোদন দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বুধবার এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, ওরিয়েন্টার ইন্সুরেন্স কোম্পানি, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি এবং ইউনাই়েড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানির সংযুক্তিকরণে সম্মতি জানাতে চলেছে কেন্দ্র।

ওই আধিকারিক জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটি সাধারণ বিমা সংস্থার সংযুক্তিকরণের বিষয়ে আলোচনা করছে। একই সঙ্গে সেগুলির মূলধন আধানেরও চিন্তাভাবনা চলছে। তিনটি সংস্থার সংযুক্তিকরণের ফলে সেগুলির কর্মদক্ষতা, নিষ্পত্তির হার এবং মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা করা হচ্ছে।

২০১৮-১৯ অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনটি বিমা সংস্থার সংযুক্তিকরণের প্রস্তাব দেন। তিনটি সংস্থাকে সংযুক্ত করে একটি সংস্থায় রূপান্তরের প্রস্তাব দেন প্রয়াত অর্থমন্ত্রী।

জেটলি তাঁর বাজেট বক্তৃতায় বলেছিলেন, ওরিয়েন্টার ইন্সুরেন্স কোম্পানি, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি এবং ইউনাই়েড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানির সংযুক্তিকরণের মাধ্যমে একটি বিমা সংস্থা গঠন করা হবে। একই সঙ্গে সেগুলির একত্রিত ‘লিস্টিং’-ও হবে।

কিন্তু সেই সংযুক্তিকরণের সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। বলা হয়, বিমা সংস্থাগুলির আর্থিক পরিকাঠামো দুর্বল হওয়ার কারণেই সংযুক্তিকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন মন্থর হয়ে যায়।

সূত্রের খবর, তিনটি সংস্থার সংযুক্তিকরণ সম্পন্ন হলে সেটিই হবে দেশের বৃহত্তম সাধারণ বিমা সংস্থা। এ বিষয়ে অর্থমন্ত্রক একটি ক্যাবিনেট নোট জারি করেছে বলে জানা গিয়েছে। যদিও কেন্দ্রের এ ধরনের পদক্ষেপে গ্রাহক বা পলিসিহোল্ডারদের কোনো সমস্যা হবে না বলেই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

এই লিঙ্কে ক্লিক করে পড়ুন-LIC বিলগ্নিকরণ: সংস্থার সামজিক উদ্যোগ ও গ্রাহকের বিশ্বাসে কি চিড় ধরাবে?

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন