কাঁচা নারকেলের মালা, না কি তা দিয়ে তৈরি সামগ্রী পাওয়া যাচ্ছে আমাজনে?

আমাজনে নারকেলের মালা বিক্রি হচ্ছে এই খবরটা নিশ্চই শুনেছেন! যা নিয়ে গতকাল থেকেই তোলপাড় পুরো নেট দুনিয়া। নারকেলের এই মালার দাম শুনলে একেবারে চক্ষু চড়ক গাছ।

0
কিনে নিন আপনার পছন্দের সামগ্রী অনলাইন থেকে

ওয়েবডেস্ক: আমাজনে নারকেলের মালা বিক্রি হচ্ছে এই খবরটা নিশ্চই শুনেছেন! যা নিয়ে গতকাল থেকেই তোলপাড় পুরো নেট দুনিয়া। নারকেলের এই মালার দাম শুনলে একেবারে চক্ষু চড়ক গাছ। আমাজন থেকে আবার এই নারকেলের মালা কিনতে হলে আপনার পকেট থেকে খসবে ১,৩০০ টাকা। শুনেই চোখ কপালে ওঠার জোগাড়।

কিন্তু এই নারকেলের মালায় আছেটা কী? আদৌ কি সেটা কাঁচা নারকেলের মালা, না কি তা দিয়ে তৈরি বাটি, চায়ের কাপ, সুপ বোল, আইসক্রিম বোল, ওয়াইন গ্লাস পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের অনলাইন সংস্থা আমাজনে।

আজ্ঞে হ্যাঁ! সেইরকম কিছু হস্তশিল্প সামগ্রীর সন্ধান পেতে চলুন একবার ঢুঁ মারা যাক আমাজনে।

কাঁচা নারকেলের মালার বাটি-

কাঁচা নারকেলের মালা দিয়ে তেরি এই বাটিতে ব্রেকফাস্ট থেকে স্যালাড, সুপ, স্ন্যাক্স সবই খাওয়া যাবে। প্লেন জলে এই বাটি ধুয়ে নেবেন। কোনও মাইক্রোওভেন কিংবা ফ্রিজের মধ্যে এই বাটি রাখবেন না। আমাজনে এই বাটির দাম মাত্র ৫০০ টাকা।

আইসক্রিম বোল-

আইসক্রিম বোল যদি কিনতে চান আমাজন থেকে মাত্র ৪৭৪ টাকায় আপনি পেয়ে যাবেন হাতে তৈরি এই আইসক্রিম বোলটি।

চায়ের কাপ-

কাঁচা নারকেলের মালা দিয়ে তৈরি ৪ পিস চায়ের কাপের দাম আমাজনে মাত্র ৭৬০ টাকা।

ওয়াইন গ্লাস-

কাঁচা নারকেলের মালা দিয়ে বানানো খাদি ইকো বাস্কেট ওয়াইন গ্লাস আমাজনে পেয়ে যাচ্ছেন মাত্র ৪৫০ টাকায়।

তাই কী ভাবছেন? প্রকৃতির সান্নিধ্য পাওয়ার এত বড়ো সুযোগ যখন আপনার হাতের মুঠোয় তা হলে সেই সুযোগ হেলায়-ফেলায় না হারিয়ে বরং আমাজন থেকে কিনেই ফেলুন আপনার পছন্দের সামগ্রীটি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন