গাড়ি ও বাইক
কেন্দ্রের নতুন নীতিতে বাতিল হতে পারে ১ কোটি পুরনো গাড়ি! জেনে নিন এই ১০টি তথ্য
আপনার কি পুরনো গাড়ি আছে? গাড়ির বয়স কত? জেনে নিন এই ১০টি তথ্য…


খবর অনলাইন ডেস্ক: এ বারের বাজেট অধিবেশনে পুরনো গাড়ি বাতিলের নতুন নীতি আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শেষ কয়েকবছর ধরেই গাড়িবাজার মন্দার মুখে পড়েছে। পুরনো গাড়ি বাতিল হলে বাড়বে নতুন গাড়ির বিক্রি। আবার বাতিল গাড়ির মালিক নতুন গাড়ি কিনতে গেলেও নীতি অনুযায়ী কিছু সুযোগ-সুবিধা পাবেন।
কেন্দ্রীয় এমএসএমই, সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী সম্প্রতি যানবাহন বাতিল সংক্রান্ত নীতির কয়েকটি মূল বিষয় প্রকাশ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলিরই অন্যতম ১০টি:
*নির্দিষ্ট বয়সের পুরনো গাড়ি স্বাস্থ্য পরীক্ষায় পাশ না করলে, সেটি সম্পূর্ণ বাতিল করা হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই নিয়মটি ২০ বছরের জন্য হলেও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা হবে ১৫ বছর।
*নতুন নীতিটি আগামী বছরগুলিতে ভারতীয় অটোমোবাইল শিল্পের টার্নওভারকে ৩০ শতাংশ বাড়িয়ে তুলবে। যা চলতি বছরে ১০ লক্ষ কোটিতে পৌঁছেছে।
*পুরনো ও অত্যধিক দূষণ সৃষ্টিকারী যানবাহনগুলি বাতিল করার পরে নতুন গাড়ি কেনার সময় সরকারি ভাবে বিশেষ সুবিধা দেওয়া হবে।
*মন্ত্রী বলেছেন, গ্রিন ট্যাক্স এবং অন্য়ান্য শুল্ক রয়েছে এমন গাড়িগুলির কঠোর স্বাস্থ্য পরীক্ষা হবে।
*পিপিপি মোডের অধীনে স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে এবং গাড়ি বাতিলের এই কেন্দ্রগুলির জন্য বেসরকারি অংশীদার সংস্থা এবং রাজ্য সরকারগুলিকে সাহায্য করা হবে।
*স্বয়ংক্রিয় পরীক্ষায় পাশ করতে ব্যর্থ যানবাহন চালালে বিশাল জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
*নতুন এই নীতির ফলে জ্বালানি বাঁচবে, দূষণ কমবে। বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলেরও সাশ্রয় হবে।
*নীতি বাস্তবায়িত হলে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে কমপক্ষে ৫০ হাজার কর্মসংস্থান হবে।
*মন্ত্রীর মতে, নীতি কার্যকর হওয়ার পরে প্রায় এক কোটি গাড়ি বাতিল হয়ে যাবে।
*খুব শীঘ্রই নতুন নীতির বিস্তারিত বিবরণ প্রকাশ করবে কেন্দ্র।
আরও পড়তে পারেন: কেন্দ্রীয় বাজেট ২০২১: পুরনো গাড়ি বাতিলের রোডম্যাপ উন্মোচন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
গাড়ি ও বাইক
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
বুকিং পুনরায় শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যেই দ্রুতগতিতে স্টক নি:শেষিত হয়ে যায়।


খবর অনলাইন ডেস্ক: বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে বাজাজ অটোর (Bajaj Auto) চেতক ইলেকট্রিক স্কুটারের (Chetak electric scooter)। সংস্থা জানিয়েছে, বুকিং পুনরায় শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যেই দ্রুতগতিতে স্টক নি:শেষিত হয়ে যায়। ফলে বুকিং বন্ধ করে দিতে হয়েছে। তবে আগ্রহী ক্রেতাদের উদ্দেশে জানানো হয়েছে, স্কুটারটির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সংস্থা।
১৩ এপ্রিল সকাল ৯টার সময় অনলাইনে বুকিং শুরু হয় চেতক ইলেকট্রিক স্কুটারের। কিন্তু ৪৮ ঘণ্টা পরেই তা বন্ধ হয়ে যায়। বর্তমানে, ওয়েবসাইটে এখনও ইলেকট্রিক স্কুটারের জন্য রেজিস্ট্রেশন করা গেলেও স্পষ্ট ভাবে দাবি করা হচ্ছে, আপাতত বুকিং বন্ধ রয়েছে।
ক্রেতাদের প্রশ্নের জবাবে বাজাজ অটো লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা জানিয়েছেন, আমরা জানি গ্রাহকরা শুরুতেই চেতক কিনতে চান। যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা এই ইলেকট্রিক স্কুটারে চড়তে পারেন, সেই চেষ্টাই করছেন অনেকে। তবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।
একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সাপ্লাই চেনের সমস্যাগুলি খুব শীঘ্রই সমাধান করার, বুকিং পুনরায় খোলার পাশাপাশি পরবর্তী ত্রৈমাসিকের মধ্যে আরও বেশি শহরে চেতক সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “পুনে এবং বেঙ্গালুরুতে চেতক ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং পুনরায় খোলার বিষয়ে দুর্দান্ত প্রতিক্রিয়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত।”
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর পরে গত ২০২০ সালে নতুন রূপে চেতক বাজারে নিয়ে এসেছে বাজাজ। দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন এই ইলেকট্রিক স্কুটার। আরবান মোডের দাম ১,২২,০০ (এক্স-শোরুম) এবং প্রিমিয়ামের জন্য লাগছে ১,২৬,০০০ (এক্স-শোরুম)।
আরও পড়তে পারেন: বাজারে এল বাজাজের ইলেকট্রিক স্কুটার ‘চেতক’
গাড়ি ও বাইক
সুখবর! ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্রের বৈধতার মেয়াদ বাড়াল কেন্দ্র
এটাই শেষ সুযোগ! সময়সীমা শেষ হওয়ার আগে নতুন নির্দেশিকা জারি হলেও, এটাই যে শেষ সুযোগ, স্পষ্ট ভাবে সেটাও উল্লেখ করা হয়েছে।


খবর অনলাইন ডেস্ক: চলমান কোভিড-১৯ (COVID-19) মহামারির কথা বিবেচনায় রেখে শুক্রবার ড্রাইভিং লাইসেন্স (DL), রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) এবং পারমিটের মতো গাড়ির নথিপত্রের বৈধতার মেয়াদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
রাজ্যগুলিকে দেওয়া একটি নির্দেশিকায় কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক (MoRTH) বলেছে,১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১-এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ফিটনেস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য নথিগুলির বৈধতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। লকডাউনের কারণে সেগুলি নির্দিষ্ট সময়ে পুনর্নবীকরণ সম্ভব হয়নি বলে ধরে নিয়েই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং কেন্দ্রীয় মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯-এর আওতায় নথিগুলির বৈধতার মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ৩০ মার্চ, ৯ জুন, ২৪ আগস্ট, ২৭ ডিসেম্বর এ ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল।
মন্ত্রকের একটি পরামর্শবার্তায় রাজ্যগুলিকে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে যে নথিগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলির বৈধতা ৩০ জুন, ২০২১ অবধি বৈধ বলে গণ্য করা হবে।
সংশ্লিষ্ট বিভাগগুলির উদ্দেশে মন্ত্রক বলেছে, এ জাতীয় নথিপত্রের বৈধতার মেয়াদ ২০ জুন, ২০২১ পর্যন্ত মান্যতা দেবে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষ। এটা নাগরিকদের পরিবহণ সম্পর্কিত পরিষেবা পেতে সাহায্য করবে।
এর আগে একাধিক বার বৈধতার সময়সীমা বাড়ানো হলেও এটাই শেষ বার বলে উল্লেখ করেছে মন্ত্রক। নাগরিকরা যাতে অযথা হয়রানির শিকার না হন বা সমস্যায় না পড়েন, সে দিকে তাকিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রক।
এর আগে বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছিল যে ফিটনেস, পারমিটের (সমস্ত রকমের) লাইসেন্স, রেজিস্ট্রেশন বা অন্য কোনো সম্পর্কিত নথিপত্রের বৈধতা ৩১ মার্চ, ২০২১ অবধি বৈধ বলে গণ্য হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগে নতুন নির্দেশিকা জারি হলেও, এটাই যে শেষ সুযোগ, স্পষ্ট ভাবে সেটাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়তে পারেন: এখন ড্রাইভিং লাইসেন্স পেতে আরও কঠিন পরীক্ষা, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
গাড়ি ও বাইক
এখন ড্রাইভিং লাইসেন্স পেতে আরও কঠিন পরীক্ষা, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
কী ধরনের দক্ষতা প্রমাণ করতে হবে?


খবর অনলাইন ডেস্ক: ড্রাইভিং লাইসেন্সের (driving licence) আবেদনকারীদের এখন আরও কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদ জানানো হয়, এখন ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ভুল ভাবে গাড়ি চালানোর যোগ্যতা প্রমাণে আরও কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকরী সংসদে একটি লিখিত জবাবে জানিয়েছেন, সমস্ত আঞ্চলিক পরিবহণ অফিসগুলিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য হার নির্ধারণ করা হয়েছে ৬৯ শতাংশ।
কী ধরনের দক্ষতা প্রমাণ করতে হবে?
ড্রাইভিং দক্ষতা পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য অন্যতম মাপকাঠি হিসেবে তিনি বলেন, “রিভার্স গিয়ারের ক্ষেত্রে, গাড়িটি পিছনের দিকে চালনা করা, সেটাকে ডান বা বাম দিকে সীমিত জায়গার মধ্যে নির্ভুল ভাবে নিয়ন্ত্রণ করার মতো বিষয়গুলি হল অন্যতম মাপকাঠি”।
ড্রাইভিং লাইসেন্সের সংশ্লিষ্ট বিষয়গুলি কেন্দ্রীয় মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৯-এর আওতাধীন। পরীক্ষামূলক ট্র্যাকটিতে শারীরিক পরীক্ষা ছাড়াও এলইডি স্ক্রিনে সমস্ত স্বয়ংক্রিয় ড্রাইভিং পরীক্ষা ট্র্যাকগুলিকে দেখানো হয়। তার পরেও বুকিং অ্যাপয়েন্টমেন্টের সময় আবেদনকারীর ড্রাইভিং দক্ষতা পরীক্ষার সুবিধায় একটি ভিডিও লিঙ্ক দেওয়া হয়। সেখানে ওই দক্ষতা পরীক্ষার একটি ডেমো থাকে।
আধার-ভিত্তিক ড্রাইভিং লাইসেন্স
আধার কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের একাধিক সুবিধা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে অন্য একটি প্রশ্নের উত্তরে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
আধারের মাধ্যমে শংসাপত্র সম্পর্কিত কয়েকটি পরিষেবা সম্পূর্ণ অনলাইনে চালু করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানান গড়করী। তিনি বলেন, সড়ক পরিবহণ ও জাতী সড়ক মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য চিঠিও দিয়েছে, যাতে তারা এই পরিষেবাগুলি শীঘ্রই চালু করতে পারে।
এই পরিষেবার মধ্যে রয়েছে লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণ, ঠিকানা পরিবর্তন এবং রেজিস্টেশন সার্টিফিকেট, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন, মালিকানা হস্তান্তরের আবেদন ইত্যাদি। এই স্বেচ্ছাভিত্তিক আধার অথেন্টিকেশনের মাধ্যমে ভুয়ো নথি এবং ব্যক্তিকে চিহ্নিতকরণের কাজ সহজ হবে বলে আশা করছে মন্ত্রক। এক ব্যাক্তির কাছে একাধিক ড্রাইভিং লাইসেন্স থাকলে, সেটাও সহজে ধরা পড়ে যাবে।
মন্ত্রী আরও বলেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে যে কোনো সময় তা পুনর্নবীকরণ করানো যেতে পারে। পাশাপাশি শহর অথবা দেশ থেকে দূরে থাকা ব্যক্তিরা মেয়াদ শেষ হওয়ার এক বছর পরেও তা পুনর্নবীকরণ করাতে পারেন।
আরও পড়তে পারেন: অনলাইনে কত কম সময়ে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেওয়া যায়!
-
রাজ্য2 days ago
স্বাগত ১৪২৮, জীর্ণ, পুরাতন সব ভেসে যাক, শুভ হোক নববর্ষ
-
কলকাতা2 days ago
মাস্ক থাকলেও কালীঘাট-দক্ষিণেশ্বরে শারীরিক দুরত্ব চুলোয়, গা ঘেষাঘেঁষি করে হল ভক্ত সমাগম
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
ক্রিকেট2 days ago
দুর্নীতির অপরাধে ক্রিকেট থেকে ৮ বছরের জন্য বহিষ্কৃত জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক