নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস (Coronavirus) প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী লকডাউন (Lock Down) চলাকালীন ব্যাঙ্কের শাখাগুলি কার্যকর থাকবে বলে আশ্বাস্ত করেছেন কেন্দ্রের আর্থিক পরিষেবা বিষয়ক সচিব দেবাশিস পান্ডা। ব্যাঙ্কের শাখা বন্ধের গুজব অস্বীকার করে পান্ডা বলেন, গ্রাহক পরিষেবা অব্যাহত রাখার জন্য ব্যাঙ্কগুলি প্রতিশ্রুতিবদ্ধ।
আর্থিক পরিষেবা সচিব গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেন, ব্যাঙ্কের শাখায় নগদ অর্থের কোনো অভাব নেই। একই সঙ্গে তিনি শাখা বন্ধের গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন।
পান্ডা বলেন, “ব্যাঙ্কের শাখাগুলিতে গ্রাহক পরিষেবা চালু রয়েছে এবং এই পরিষেবা সরবরাহ অব্যাহত থাকবে”।
তবে কেন্দ্রীয় সচিব ব্যাঙ্কের শাখা বন্ধের খবরকে গুজব বলে দাবি করলেও, এ দিন কলকাতা শহরতলির একাধিক জায়গায় ব্যাঙ্ক বন্ধ ছিল বলে অভিযোগ ওঠে। দমদম এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা এবং পোস্ট অফিস বন্ধ থাকার কথা জানান স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক শাখার কাজের সময় ছাঁটাই করেছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে কাজের সময়ে রদবদল করেছে।
আরও পড়ুন: তিন মাস কাটা হবে না কোনো ঋণের ইএমআই, স্থগিতাদেশ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক
এ ব্যাপারে এসবিআইয়ের রিটেল ব্যাঙ্কিংয়ের ম্যানেজিং ডিরেক্টর পি কে গুপ্তা সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে বলেন, “অনেক রাজ্যে, আমরা আমাদের শাখা খোলার সময় সীমাবদ্ধ রেখেছি। কিছু রাজ্যে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, কিছু রাজ্যে সকাল ৮টা থেকে ১১টা এবং কিছু জায়গায় সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত আপাতত কাজের সময় নির্ধারণ করা হয়েছে”।
Already recovery the EMI on 30.03.2020.A/No 34550187919 of SBI,Belur,W.B.
Comments are closed.