Bank holiday: মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

খবর অনলাইন ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র তালিকা অনুযায়ী, চলতি মে মাসে দেশজুড়ে বেসরকারি ও সরকারি ব্যাঙ্কগুলি মে মাসে ১২ দিন বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্যালেন্ডারে সপ্তাহান্তের ছুটি, জাতীয় ছুটি এবং রাজ্যভিত্তিক ছুটি মিলিয়ে মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

চলতি নিয়মানুযায়ী, ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং চারটি রবিবার বন্ধ থাকবে। তবে রাজ্যে বিশেষ ছুটির দিনেও পরিবর্তন দেখা যায়। অর্থাৎ, নির্দিষ্টি রাজ্যের অনুষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র সেই রাজ্যেই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে, অন্য রাজ্যে তার প্রভাব পড়ে না। তবে জাতীয় ছুটির ক্ষেত্রে সারা দেশের ব্যাঙ্ক পরিষেবাই বন্ধ থাকে।

এক নজরে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা

১ মে: শনিবার, শ্রমিক দিবস

২ মে: রবিবার, সাপ্তাহিক ছুই

৭ মে: শুক্রবার: জামাত-উল-ভিদা

৮ মে: শনিবার, সাপ্তাহিক ছুটি

৯ মে: রবিবার, সাপ্তাহিক ছুটি

১৩ মে: বৃহস্পতিবার, ইদ

১৪ মে: শুক্রবার, অক্ষয়তৃতীয়

১৬ মে: রবিবার, সাপ্তাহিক ছুটি

২২ মে: শনিবার, সাপ্তাহিক ছুই

২৬ মে: বুধবার, বুদ্ধপূর্ণিমা

৩০ মে: সাপ্তাহিক ছুটি

এই দিনগুলি ছাড়া বাকি দিনগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে। উল্লেখ্য, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নির্দিষ্ট রাজ্যের ছুটিতে দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্কের ছুটি হিসেবে পালন করা হয় না এবং নির্দিষ্ট রাজ্য বা অঞ্চল অনুযায়ী সেগুলি পৃথক হয়। সারা দেশের ব্যাঙ্কগুলি শুধুমাত্র গেজেটেড ছুটি পালন করে।

আরও পড়তে পারেন: এক ঘণ্টার মধ্যে নগদহীন কোভিড চিকিৎসার অনুমোদন দিতে হবে বিমা সংস্থাগুলিকে

বিজ্ঞাপন