এ মুহূর্তে ক্রিপ্টোয় বিনিয়োগ যে দেশে নিষিদ্ধ নয়, সেটারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপে। অন্য দিকে মেলেনি আইনি স্বীকৃতিও।
ওয়াশিংটন: এক দিকে আর্থিক-প্রযুক্তির অগ্রগতি। অন্য দিকে ক্রিপ্টোকারেন্সি বাড়বাড়ন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশংকা প্রকাশ করে বলেন, ক্রিপ্টোর সবচেয়ে বড়ো ঝুঁকি হল বেআইনি লেনদেন এবং সন্ত্রাসমূলক কাজে টাকার জোগান দেওয়া।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সেমিনারে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বক্তৃতা করার সময় তিনি বলেন, “ক্রিপ্টোকারেন্সির বেশ কিছু নেতিবাচক দিক দেখতে পাচ্ছি আমি। যে কোনো দেশের পক্ষেই এর সবচেয়ে বড়ো ঝুঁকি হল অর্থপাচার এবং সন্ত্রাসে টাকার জোগান দেওয়ার মতো আশংকা”।
একই সঙ্গে তিনি বলেন, “আমার মতে, প্রযুক্তি ব্যবহার করেই এর মোকাবিলা সম্ভব। প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থাকে এতটাই পারদর্শী হতে হবে যে, ক্রিপ্টোর মাধ্যমে যে কোনো নিয়ম-বহির্ভূত উদ্দেশ্য যাতে রুখে দেওয়া যায়। এ মুহূর্তে যেটা সম্ভব নয়। তবে কোনো দেশ যদি এটা উদ্ভাবন করতে পারে, তা হলে সেই প্রযুক্তি বিশ্ব জুড়েই কার্যকর হতে পারে”।
স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটনে পৌঁছোন নির্মলা। বিশ্বব্যাঙ্কের বসন্তকালীন বৈঠক, জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিতেই তাঁর মার্কিন সফর। এই সফরের প্রথম দিনে আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা আয়োজিত “মানি অ্যাট আ ক্রসরোড” শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নিজের বক্তৃতায় ডিজিটাল বিশ্বে ভারতের কর্মক্ষমতা এবং গত এক দশকে ডিজিটাল পরিকাঠামো তৈরিতে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কোভিড-১৯ অতিমারি চলাকালীন ডিজিটাল লেনদেনে বাড়তি জোর দিয়েছিল ভারত সরকার। ২০১৯ সালের তথ্য বলছে, ভারতে ডিজিটাল লেনদেনের হার ৮৫ শতাংশ। ওই একই সময়ে সারা বিশ্বে যার গড় হার ছিল মাত্র ৬৪ শতাংশ।
উল্লেখ্য, এ মুহূর্তে ক্রিপ্টোয় বিনিয়োগ যে দেশে নিষিদ্ধ নয়, সেটারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপে। এ বারের বাজেটে ঘোষণা করা হয়, ক্রিপ্টো থেকে আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে। অন্য দিকে, ক্রিপ্টো লেনদেনকে আইনি অনুমোদনও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। পাশাপাশি, ভার্চুয়াল কয়েন নিষিদ্ধ করার কথা বলে আসছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
আরও পড়তে পারেন:
গোটা দেশের নতুন সংক্রমণের ৬৫ শতাংশই দিল্লি- হরিয়ানায়, কেরলের বাইরে মৃত্যু মাত্র একজনের
ফের সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর, শেষ তিন দিনে দ্বিতীয় বার
দেউচা-পাঁচামিতে ফের অশান্তি, ভেস্তে গেল চেক বিতরণ কর্মসূচি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।