Connect with us

শিল্প-বাণিজ্য

৩০ জুনের আগে টাকা-পয়সা সম্পর্কিত এই ৫টি কাজ করতে ভুলবেন না

Currency Invest

ওয়েবডেস্ক: করোনাভাইরাস লকডাউনের কারণে সংকটে পড়া মানুষকে স্বস্তি দিতে সরকারি ভাবে বেশ কয়েকটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের আর্থিক দায় লাঘবে বেশ কিছু ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে। তবে সেগুলির মধ্যে বেশ কয়েকটির মেয়াদ নির্ধারিত হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।

প্যান-আধার সংযুক্তি

প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ, ২০২০ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ফলে ওই তারিখের মধ্যে যদি প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা না হয়, তা হলে প্যান নম্বরটি বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে একাধিক ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য প্যান নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্যান বাতিল হলে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।

ফর্ম-১৬

৩১ মার্চ, ২০২০-র একটি অর্ডিন্যান্সে সরকার জানিয়েছে, নিয়োগকারীর কাছ থেকে ফর্ম-১৬ (বেতন থেকে টিডিএসের জন্য সার্টিফিকেট) নেওয়ার সময়সীমা ১৫-৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

ক্ষুদ্র সঞ্চয়

পাবলিক প্রভিডেন্ট ফান্ড অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বছরে একট ন্যূনতম বিনিয়োগ করতেই হয়। নইলে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়। এই প্রকল্পগুলিতে ২০১৯-২০ আর্থিক বছরের ওই ন্যূনতম বিনিয়োগ ৩০ জুনের মধ্যে করা যাবে। লকডাউনের কারণে এই মেয়াদও বাড়িয়েছে কেন্দ্র।

ফর্ম ১৫জি/ফর্ম ১৫এইচ

২০১৯-২০ আর্থিক বছরের ফর্ম ১৫জি/ফর্ম ১৫এইচ ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। একই সঙ্গে চলতি বছরের ফর্ম ১৫জি/এইচ জমা করার জন্য ৩০ জুনের পর, অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রস্তুতি নেওয়া দরকার।

কর-সঞ্চয়ী বিনিয়োগ

২০১৯-২০ অর্থবর্ষের জন্য ট্যাক্স-সেভিং বিনিয়োগ শেষ করার সময়সীমাটি ৩০ মার্চ, ২০২০ থেকে ৩০ জুন, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। আয়কর আইনের ৮০সি ধারায় কর-সঞ্চয়কারী বিনিয়োগ অথবা ৮০ডি ধারায় স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাবদ ব্যয়ে এই সুবিধা নিতে হলে ৩০ জুনের মধ্যে এই কাজটি শেষ করতে হবে।

শিল্প-বাণিজ্য

এসবিআই গ্রাহকরা কী ভাবে নিজেই ব্যালেন্স চেক করতে পারবেন?

এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ফোনে ব্যালেন্সের বিবরণ পাওয়া যায়।

SBI
মোবাইলে মিসড কল অথবা এসএমএস পাঠিয়ে দেখা যায় এসবিআই অ্যাকাউন্টের ব্যালেন্স।

ওয়েবডেস্ক:স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার (SBI) অ্যাকাউন্টধারীরা এসবিআই কুইক অ্যাপের (SBI Quick app) মাধ্যমে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে পারেন। এই অ্যাপের সাহায্যে এসবিআই গ্রাহকরা তাৎক্ষণিক ভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট পেতে পারেন। আবার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিয়ে বা ওই নম্বরটি থেকে টোল ফ্রি নম্বর – ৯২২৩৭৬৬৬৬৬ (9223766666)-এ এসএমএস পাঠিয়েও ব্যালেন্স পরীক্ষা করা যায়।

এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ফোনে ব্যালেন্সের বিবরণ পাওয়া যায়। এই সুবিধাটি পেতে, এসবিআই গ্রাহকদের নিজের মোবাইল নম্বরটি ব্যাঙ্কের কাছে নথিভুক্ত করাতে হয়। পাশাপাশি মিসড কল এবং এসএমএস পরিষেবা পাওয়ার জন্য মোবাইল নম্বরটির রেজিস্টেশন করাতে হয়।

মিসড কলের মাধ্যমে

এসবিআইয়ের মিসড কল সুবিধায় ব্যাঙ্কের নির্ধারিত নম্বরে মিসড কল দিয়ে অথবা এসএমএস পাঠিয়ে নিজের অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক কাজ করা যায়।

নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে মিসড কল দিলে তাৎক্ষণিক ভাবে ব্যালেন্স দেখে নেওয়া যায়। এ ছাড়াও এই নম্বরটিতে মিনি স্টেটমেন্ট, ই-স্টেটমেন্ট (শেষ ৬ মাসের), এডুকেশন লোন সার্টিফিকেট স্টেটমেন্ট, হোম লোন সার্টিফিকেট স্টেটমেন্ট, এটিএম কনফিগারেশন, এটিএম পিন জেনারেট, হোম এবং কার লোনের তথ্য এবং অন্যান্য প্রকল্পের তথ্য পাওয়া যায়।

এমএসএ-এর মাধ্যমে কী ভাবে ব্যালেন্স দেখবেন?

এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে হলে ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরটিতে পাঠাতে হবে “BAL” লিখে। তা হলেই ব্যালেন্স চলে আসবে।

কী ভাবে মোবাইল নম্বর রেজিস্টার করাবেন?

ব্যাঙ্কের কাছে নিজের যে মোবাইল নম্বরটি আগে থেকেই রেজিস্টার করা রয়েছে, সেটিতে এসএমএস ব্যাঙ্কিং অথবা অন্য়ান্য মোবাইল পরিষেবা পাওয়ার জন্য অ্য়াকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটি নিজে থেকেই সংযুক্ত করে নেওয়া যায়।

এর জন্য ‘REG অ্যাকাউন্ট নম্বর’ লিখে ০৯২২৩৪৮৮৮৮৮ (09223488888) নম্বরে এসএমএস পাঠাতে হবে। অর্থাৎ কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি ১২৩৪৫৬৭৮৯০ হয়, তা হলে তিনি এসএমএস-এ লিখবেন-‘REG 1234567890’।

Continue Reading

শিল্প-বাণিজ্য

আধার লিঙ্ক থাকলে এ বার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও ঢুকবে সরকারি ভরতুকি

তবে পূর্বশর্ত হিসেবে ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা চাই।

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টেও ডিবিটি সুবিধা পাওয়া যাবে।

ওয়েবডেস্ক: ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে সরকারি ভরতুকি পেতে এ বার ব্যবহার করা যাবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)। তবে পূর্বশর্ত হিসেবে ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার (Aadhaar) নম্বর লিঙ্ক থাকা চাই।

ডাক বিভাগের (Department of Posts) ১১ আগস্ট দিনাঙ্কিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহককে ডিবিটির সরাসরি সুবিধা দিতে এই অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে আধার সিডিংয়ের কলমটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পুরো প্রক্রিয়া আরও সহজতর হবে”।

গত এপ্রিল মাসে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বার থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস স্কিম (NSS) এবং অন্য়ান্য ক্ষুদ্র সঞ্চয়প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য অভিন্ন আবেদনপত্র ব্যবহার করতে হবে।

এর আগে আধার নম্বরের সাংবিধানিক বৈধতা সম্পর্কে সুপ্রিম কোর্ট জানায়, কোনো ব্যক্তির আধার নম্বরটির সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। তবে, সরকারি ভরতুকি, যেমন পেনশন, এলপিজি ভরতুকি, কৃষি ভরতুকি ইত্যাদির সুবিধা পেতে যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার বাধ্যতামূলক ভাবে লিঙ্ক করতে হবে।

পোস্ট অফিসের জারি করা বিজ্ঞপ্তি থেকে ধারণা করা হচ্ছে, সেখানকার সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরাও তাঁদের অ্যাকাউন্টে সরকারি ভরতুকি পেতে পারেন। ফর্মটি পেতে এই লিঙ্কে ক্লিক করুন: পোস্ট অফিস সেভিংস ব্য়াঙ্ক

Continue Reading

শিল্প-বাণিজ্য

ল্যাপস হওয়া পলিসি ফের চালু করার সুযোগ দিচ্ছে এলআইসি

প্রিমিয়াম জমা করতে করতেই যে পলিসি ল্যাপস হয়েছে, কিন্তু পলিসির মেয়াদ এখনও উত্তীর্ণ হয়নি, শুধুমাত্র সেই পলিসি।

ওয়েবডেস্ক: প্রিমিয়াম জমা না দিতে পারার জন্য কোনো এলআইসি পলিসি কি ল্যাপস হয়ে গিয়েছে? তা হলে সেই পলিসি ফের চালু করার সুযোগ নিতে পারেন। তবে রয়েছে বেশ কয়েকটি শর্ত।

এই কঠিন সময়ে নিরাপত্তা অব্যাহত রাখতে সময় উত্তীর্ণ (Lapsed) পলিসিগুলি ফের চালু করার সুযোগ দিচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম (LICIndia)। কোনো অনিবার্য কারণে সময় মতো প্রিমিয়াম জমা করতে না পারায় বাতিল হয়ে যাওয়া পলিসিগুলি আবার চালু করতে পারবেন পলিসি হোল্ডাররা।

এলআইসি জানিয়েছে, ১০ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই মেয়াদে একটি বিশেষ পুনরুজ্জীবন প্রচার অভিযান (rivival campaign) চালাবে সংস্থা।

একটি বিবৃতিতে এলআইসি (LIC) জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। তবে শুধু মাত্র প্রিমিয়াম জমা করতে বিলম্বের জন্য লেট ফি (Late Fee) মিটিয়ে দিয়েই এ ধরনের পলিসি পুনরুজ্জীবিত করা যাবে। এ ক্ষেত্রে মেয়াদি নিশ্চয়তা (term assurance) এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ পলিসি ব্যতীত অন্য পলিসিগুলি আওতাভুক্ত হবে।

বিশেষ পুনরুজ্জীবন প্রচার অভিযানের নির্দিষ্ট শর্ত হিসেবে বলা হয়েছে, যদি কোনো পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ মধ্যে থাকে এবং তা বকেয়া থাকে, তা হলে ওই পলিসিটি পুনরায় চালু করা যেতে পারে।

পলিসি ফের চালু করার জন্য গ্রাহক লেট ফির-র উপর ২০ শতাংশ ছাড় পাবেন। আবার ১-৩ লক্ষ টাকার জন্য ২৫ শতাংশ ছাড় পাবেন।

[বিজ্ঞাপন]

তবে এ ব্যাপারে একটি বিষয় মাথায় রাখার কথা বলেছে সংস্থা। মেয়াদ পূরণের আগে প্রিমিয়াম জমা করতে করতেই যে পলিসি ল্যাপস হয়েছে, কিন্তু পলিসির মেয়াদ এখনও উত্তীর্ণ হয়নি, শুধুমাত্র সেই পলিসিগুলিই ফের চালু করা যাবে।

Continue Reading
Advertisement

বিশেষ প্রতিবেদন

Advertisement
দেশ16 mins ago

করোনা চিকিৎসায় ভারতে সব থেকে সস্তার রেমডেভিসির ওষুধ নিয়ে এল জাউডাস ক্যাডিলা

care
কেনাকাটা1 hour ago

চুল ও ত্বকের বিশেষ যত্নের জন্য ১০০০ টাকার মধ্যে এই জিনিসগুলি ঘরে রাখা খুবই ভালো

দেশ1 hour ago

রামজন্মভূমি ট্রাস্টের প্রধানের কোভিড, ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন

দেশ2 hours ago

সৎ করদাতাদের সুবিধার্থে ‘স্বচ্ছ করব্যবস্থা’ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

representational pic.
দেশ2 hours ago

এ বার পঞ্জাবে কংগ্রেসের দ্বন্দ্ব চরমে, মুখ্যমন্ত্রীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন দলীয় সাংসদ

রাজ্য3 hours ago

রাজ্য স্বাস্থ্য কমিশনের নির্দেশের পরেও কেন উদাসীন বেসরকারি হাসপাতাল?

দেশ3 hours ago

৮ লক্ষের বেশি টেস্টে আক্রান্ত ৬৭ হাজার, দৈনিক সংখ্যায় রেকর্ড হলেও সংক্রমণের হার কমল ভারতে

দেশ4 hours ago

কোভিড আপডেট: নতুন করে আক্রান্ত ৬৬৯৯৯, সুস্থ ৫৬৩৮৩

কেনাকাটা

care care
কেনাকাটা1 hour ago

চুল ও ত্বকের বিশেষ যত্নের জন্য ১০০০ টাকার মধ্যে এই জিনিসগুলি ঘরে রাখা খুবই ভালো

খবরঅনলাইন ডেস্ক : পার্লার গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় অনেকেরই নেই। সেই ক্ষেত্রে বাড়িতে ঘরোয়া পদ্ধতি অনেকেই অবলম্বন করেন। বাড়িতে...

কেনাকাটা7 days ago

ঘর ও রান্নাঘরের সরঞ্জাম কিনতে চান? অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়

খবরঅনলাইন ডেস্ক : অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ঘর আর রান্না ঘরের একাধিক সামগ্রিতে প্রচুর ছাড়। এই সেলে পাওয়া যাচ্ছে ওয়াটার...

কেনাকাটা7 days ago

এই ১০টির মধ্যে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি প্রাইম ডে সেলে কিনতে পারেন

খবরঅনলাইন ডেস্ক : চলছে অ্যামাজনের প্রাইমডে সেল। প্রচুর সামগ্রীর ওপর রয়েছে অনেক ছাড়। ৬ ও ৭  তারিখ চলবে এই সেল।...

কেনাকাটা1 week ago

শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল, জেনে নিন কোন জিনিসে কত ছাড়

খবরঅনলাইন ডেস্: শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল। চলবে ২ দিন। চলতি মাসের ৬ ও ৭ তারিখ থাকছে এই অফার।...

things things
কেনাকাটা2 weeks ago

করোনা আতঙ্ক? ঘরে বাইরে এই ১০টি জিনিস আপনাকে সুবিধে দেবেই দেবে

খবরঅনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘরে এবং বাইরে নানাবিধ সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। আগামী বেশ কয়েক মাস এই নিয়মই অব্যাহত...

কেনাকাটা2 weeks ago

মশার জ্বালায় জেরবার? এই ১৪টি যন্ত্র রুখে দিতে পারে মশাকে

খবরঅনলাইন ডেস্ক: একে করোনা তায় আবার ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এই সময় প্রতি বারই মশার উৎপাত খুবই বাড়ে। এই বারেও...

rakhi rakhi
কেনাকাটা3 weeks ago

লকডাউন! রাখির দারুণ এই উপহারগুলি কিন্তু বাড়ি বসেই কিনতে পারেন

সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে মনের মতো উপহার কেনা একটা বড়ো ঝক্কি। কিন্তু সেই সমস্যা সমাধান করতে পারে অ্যামাজন। অ্যামাজনের...

কেনাকাটা3 weeks ago

অনলাইনে পড়াশুনা চলছে? ল্যাপটপ কিনবেন? দেখে নিন ৪০ হাজার টাকার নীচে ৬টি ল্যাপটপ

ইনটেল প্রসেসর সহ কোন ল্যাপটপ আপনার অনলাইন পড়াশুনার কাজে লাগবে জেনে নিন।

কেনাকাটা3 weeks ago

করোনা-কালে ঘরে রাখতে পারেন ডিজিটাল অক্সিমিটার, এই ১০টির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন

শরীরে অক্সিজেনের মাত্রা বুঝতে সাহায্য করে এই অক্সিমিটার।

কেনাকাটা4 weeks ago

লকডাউনে সামনেই রাখি, কোথা থেকে কিনবেন? অ্যামাজন দিচ্ছে দারুণ গিফট কম্বো অফার

খবরঅনলাইন ডেস্ক : সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে দোকানে গিয়ে রাখি, উপহার কেনা খুবই সমস্যার কথা। কিন্তু তা হলে উপায়...

নজরে

Click To Expand