ফের দাম কমল সোনা-রুপোর, জানুন কার দর কত

0

নয়াদিল্লি: শুক্রবার ফের দাম কমল সোনা-রুপোর। আন্তর্জাতিক বাজারের ইঙ্গিত মিলতেই কমল দুই মূল্যবান ধাতুর ফিউচার।

এ দিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX), ৫ এপ্রিল ডেলিভারির জন্য সোনার ফিউচার .২৮ শতাংশ কমে ঠেকেছে ৫১,৪৪৩ টাকায়। যা আগের বাজার বন্ধের সময় ছিল ৫১,৫৮৫ টাকা। অন্য দিকে রুপোর ফিউচারে পতন .৫৫ শতাংশ। আগের দিনের ৬৭,৪৮৭ টাকা থেকে এ দিন নেমে এসেছে ৬৭,১৭৭ টাকায়।

মুম্বই-ভিত্তিক শিল্প সংস্থা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম দেশীয় স্পট সোনার দাম এ দিন ৫১,৮২২ টাকা এবং প্রতি কেজি রুপোর দম ৬৭,১৭৩ টাকায় শুরু হয়।

বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি আলোচনার তেমনই কোনো অগ্রগতি হচ্ছে না। ফলে মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় বিশ্ববাজারে কমছে সোনার দাম।

এ দিন প্রতি আউন্স সোনার দাম .৪ শতাংশ কমে হয়েছে ১,৯৩০.১৬ ডলার। অন্য দিকে, সোনার ফিউচারে .৯ শতাংশ ধস নেমে তা ঠেকেছে ১,৯৩৬.২০ ডলারে। তারই প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

আরও পড়তে পারেন:

গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই-কে ‘স্বাধীনতা’ সিঙ্গল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে স্বস্তি শান্তিপ্রসাদের

ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনে গ্রেফতার মূল চক্রী

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বো, বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ পুলিশের

টেস্ট বাড়ার ফলে সামান্য বেড়ে তেরোশোর ঘরে ঢুকল ভারতের করোনা সংক্রমণ

মাস্ক না পরলে আর জরিমানা নয় দিল্লিতে

বিজ্ঞাপন