শিল্প-বাণিজ্য
রিয়েল এস্টেট শিল্পকে অক্সিজেন জোগাতে বড়সড়ো ঘোষণা করতে পারে কেন্দ্র

ওয়েবডেস্ক: দেশের রিয়েল এস্টেট শিল্পের মন্দা দশা কাটাতে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। সূত্রের খবর, রিয়েল এস্টেট শিল্পকে অক্সিজেন জোগানের নতুন ওই ঘোষণাগুলি চলতি সপ্তাহেই করতে পারে কেন্দ্র।
এই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ঋণের নিয়ম সহজ করে তাঁদের হাতে নির্মাণের জন্য অর্থের জোগান দেওয়া। এ ব্যাপারে আবাসন শিল্পে ঋণপ্রদানকারী সংস্থাগুলির জন্য অর্থ বরাদ্দ করতে পারে কেন্দ্র। যেখান থেকে সহজেই আবাসন প্রকল্পের জন্য ঋণ পেতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা।
এর ফলে মূলধনের অভাবে স্থগিত হয়ে পড়ে থাকা প্রকল্পগুলির জট কাটতে পারে। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সরকারি আধিকারিক জানান, স্থগিত হয়ে পড়ে থাকা প্রকল্পগুলিতে প্রাণসঞ্চার করতে ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রায় পাঁচ লক্ষ ক্রেতা কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে থাকার কারণে আবাসনের চাবি হাতে পাচ্ছেন না। তাঁদের দুর্দশারও অবসান ঘটবে এই সরকারি উদ্যোগে।
একই সঙ্গে সাশ্রয়কর আবাসনের ক্ষেত্রেও দামের ঊর্ধ্বসীমা পরিবর্তন করতে পারে কেন্দ্র। সে ক্ষেত্রে শহুরে এলাকায় সাশ্রয়কর আবাসনের দাম ৪৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হতে পারে।
একই সঙ্গে ক্রেতারা যাতে সরকারি প্রকল্পে আবাসনের জন্য আরও বেশি করে ঋণ পান সে বিষয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হতে পারে চলতি সপ্তাহে।
[ আরও পড়ুন: ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর এই ৩টি কাজ সাধারণ গ্রাহককে করতেই হবে! ]
এ বছরই শোনা গিয়েছিল, রিয়েল এস্টেট থেকে লাভের উপর ১০ বছরের কর ছাড়ের সুবিধা দিতে পারে কেন্দ্র। চ্যালেঞ্জের মুখে পড়া রিয়েল এস্টেটকে ঘুরে দাঁড়াতে ওই সুবিধা চালুর দাবি আরও জোরালো হচ্ছে।
শিল্প-বাণিজ্য
বেড়েছে রাজস্ব ঘাটতি, জানুয়ারির শেষে পৌঁছেছে ১২.২৩ লক্ষ কোটি টাকায়
আর্থিক ঘাটতি কাটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তবে সরকারের আয় কমেছে উল্লেখযোগ্য ভাবে!

খবর অনলাইন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে অর্থনৈতিক কার্যকলাপ হ্রাস পাওয়ায় সরকারের আয়ের পরিমাণও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। যে কারণে সরকারের আর্থিক ঘাটতিও ধারাবাহিক ভাবে বাড়ছে।
ওয়াকিবহাল মহলের মতে, অৰ্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সরকারকে বিনিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে তুলতে হবে। বর্তমানে সরকারের আয় হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে এই আর্থিক ঘাটতি মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
রাজকোষে ঘাটতি ১২ লক্ষ কোটির উপর
পিটিআই-এরএকটি খবরে বলা হয়েছে, চলতি অর্থবছরের (২০২০-২১) শেষ নাগাদ কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতি ১২.৩৪ লক্ষ কোটি টাকা পৌঁছেছে। এটি সংশোধিত বাজেটের মূল্যায়নের প্রায় ৬৬.৮ শতাংশ। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে, জানুয়ারির শেষদিকে, আর্থিক ঘাটতি সংশোধিত মূল্যায়নের ১২৮.৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। শুক্রবার কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
সিজিএ-র প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শেষ দিকে, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে, আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫শতাংশ বা প্রায় ১৮.৪৮ লক্ষ কোটিতে পৌঁছে যেতে পারে। তাদের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জানুয়ারির শেষ পর্যন্ত আর্থিক ঘাটতি ছিল ১২,৩৫,০০৪ কোটি টাকা।
করোনার জেরে লকডাউনের ধাক্কা অর্থনীতিতে
গত বছরের মার্চ মাস থেকে দেশ জুড়ে জারি হয় লকডাউন। যার জেরে এক দিকে যেমন উৎপাদন চরম ভাবে ব্যাহত হয়, তেমনই সরকারের আয় এক লপ্তে কমে যায় নজিরবিহীন ভাবে।
ব্যয় এবং রাজস্ব আয়ের মধ্যে পার্থক্য বা আর্থিক ঘাটতি গত বছরের জুলাই মাসেই চওড়া আকার ধারণ করে। জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারির মধ্যে সরকার ১২.৩৩ লক্ষ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে, যা সংশোধিত মূল্যায়নের প্রায় ৮০ শতাংশ। কর আয় হয়েছে ১১.০১ লক্ষ কোটি টাকা।
আরও পড়তে পারেন: আরবিআই-এর নতুন নির্দেশিকা, ঝক্কি বাড়বে ডেবিট, ক্রেডিট কার্ড লেনদেনে!
শিল্প-বাণিজ্য
৫ বছর বা তার বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৪% সুদ দিচ্ছে এসবিআই, বিস্তারিত জানুন এখানে
৮ জানুয়ারি, ২০২১ শেষ বার এফডি-তে সুদের হার সংশোধন করেছিল এসবিআই।

খবর অনলাইন ডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) ২ কোটি টাকার নীচে ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে (FD) ৫.৪ শতাংশ সুদ দিচ্ছে।
এসবিআই-এর নিজস্ব ওয়েবসাইট https://sbi.co.in-এ বিভিন্ন মেয়াদের এফডি-তে সুদের হার উল্লেখ করা হয়েছে। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর, বিভিন্ন মেয়াদের এফডি-তে সুদের হার ভিন্ন। বিস্তারিত দেখে নেওয়া যাক, নীচের তালিকায়-
এসবিআই এফডি-তে সুদের হার
মেয়াদ | সাধারণ | প্রবীণ নাগরিক |
৭-৪৫ দিন | ২.৯% | ৩.৪% |
৪৬-১৭৯ দিন | ৩.৯% | ৪.৪% |
১৮০-২১০ দিন | ৪.৪% | ৪.৯% |
২১১ দিন-১ বছরের কম | ৪.৪% | ৪.৯% |
১ বছর-২ বছরের কম | ৫.০% | ৫.৫% |
২ বছর-৩ বছরের কম | ৫.১% | ৫.৬% |
৩ বছর-৫ বছরের কম | ৫.৩% | ৫.৮% |
৫ বছর-১০ বছরের কম | ৫.৪% | ৬.২% |
গত ৮ জানুয়ারি, ২০২১ শেষ বার এফডি-তে সুধের হার সংশোধন করেছিল এসবিআই। জানানো হয়, এসবিআই কর্মী এবং পেনশনারদের ক্ষেত্রে এই সুদের আর অতিরিক্ত ১ শতাংশ বেশি।
আরও পড়তে পারেন: সরকারি কাজে বেসরকারি ব্যাঙ্কের অংশগ্রহণ নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত কেন্দ্রের
শিল্প-বাণিজ্য
২টি ত্রৈমাসিকে হ্রাসের পরে ভারতের জিডিপি বৃদ্ধি
তবে মার্চ ত্রৈমাসিকে প্রত্যাশিত প্রত্যাবর্তনের বদলে আরও দুর্বল হওয়ার ইঙ্গিত!

খবর অনলাইন ডেস্ক: শুক্রবার ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপি তথ্য প্রকাশ করল জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)। শেষ দু’টি ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার পর ২০২০ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদনের (GDP) ০.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে জানালেন কর্তৃপক্ষ।
২০২০ সালের চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ঘটেছে এমন হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ভারত। বছরের পুরো অংশ জুড়ে কোভিড-১৯ অতিমারির (Covid-19 pandemic) প্রভাবে প্রবল ভাবে মার খেয়েছে অর্থনীতি। সেই জায়গা থেকে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানো বিশেষ তাৎপর্যপূর্ণ।
এনএসও প্রকাশিত তথ্য অনুযায়ী, কোভিড-১৯ মহামারির কারণে ভারতের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি ধারাবাহিক ভাবে দু’টি ত্রৈমাসিকে রেকর্ড মার্জিনে কমে গিয়েছিল। এর অন্যতম কারণ দেশব্যাপী লকডাউন। জুন ত্রৈমাসিকে যা হ্রাস পেয়েছিল ২৩.৯ শতাংশ। এবং সেপ্টেম্বর ত্রৈমাসিকে যা ঠেকেছিল ৭.৫ শতাংশে।
তবে লকডাউন-মুক্ত হওয়ার পর ফের ধীরে হলেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। যার স্পষ্ট প্রভাব ধরা পড়েছে সাম্প্রতিক প্রকাশিত তথ্যে। অন্যদিকে, গত ৫ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আর্থিক নীতি নির্ধারণ কমিটির (MPC) উপস্থাপিত পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ১০.৫ শতাংশে ঠেকতে পারে।
একই সঙ্গে এনএসও প্রত্যাশা করেছে, ২০২০-২০২১ অর্থবর্ষে জিডিপি ৮ শতাংশ হ্রাস পাবে। যা আগের অনুমানে ছিল ৭.৭ শতাংশ। স্বাভাবিক ভাবেই মার্চ ত্রৈমাসিকে প্রত্যাশিত প্রত্যাবর্তনের বদলে আরও দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়তে পারেন: ২,১০০ পয়েন্টের খাদে পড়ল সেনসেক্স, বিনিয়োগকারীদের লোকসান ৫ লক্ষ কোটি!
-
দেশ2 days ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা3 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
আরবিআই-এর নতুন নির্দেশিকা, ঝক্কি বাড়বে ডেবিট, ক্রেডিট কার্ড লেনদেনে!
-
দেশ2 days ago
শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ প্রকাশ করবে নির্বাচন কমিশন