নয়াদিল্লি: নতুন আয়কর আইনের আওতায় প্রভিডেন্ট ফান্ড (PF)-এর জন্য দু’টি পৃথক অ্যাকাউন্টের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এর ফলে পিএফে কোনো কর্মীর নিজস্ব অবদান বছরে আড়াই লক্ষ টাকার সীমা ছাড়ালেই তাঁর অর্জিত সুদ করের আওতায় চলে আসবে।
নতুন আয়কর (২৫তম সংশোধনী) আইন, ২০২১-এ বলা হয়েছিল, “করযোগ্য সুদের হিসাব নির্ধারণে … পিএফ অ্যাকাউন্টের মধ্যে পৃথক অ্যাকাউন্টগুলি আগের বছর ২০২১-২২ এবং পরবর্তী সব বছরের করযোগ্য অবদান এবং একজন কর্মীর করযোগ্য নয়, এমন অবদানের হিসেব আলাদা ভাবে রক্ষণাবেক্ষণ করা হবে”।
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) এই নিয়ম জারি করেছে। জানানো হয়েছে, পিএফ অ্যাকাউন্টের মধ্যে পৃথক অ্যাকাউন্টগুলি বজায় রাখা হবে।
পরবর্তীকালে, বাকি সব ইপিএফ অ্যাকাউন্টগুলি করযোগ্য এবং কর-বহির্ভূত অবদানের ভিত্তিতে দু’টি অ্যাকাউন্টে বিভক্ত করা হবে।
প্রসঙ্গত, ইপিএফও (EPFO)- র অ্যাকাউন্টধারী সদস্য সংখ্যা ছিল ২৪.৭৭ কোটি। এঁদের মধ্যে ১৪.৩৬ কোটি সদস্যকে ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত ইউনিক অ্যাকাউন্ট নম্বর (UAN) বরাদ্দ করা হয়েছিল।
২০১৯-২০-তে এঁদের মধ্যে প্রায় ৫ কোটি সদস্য ইপিএফ অ্যাকাউন্টে সক্রিয় অবদান রেখেছিলেন।
যে সব ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টধারীর তরফে বছরে আড়াই লক্ষ টাকার বেশি অবদান জমা পড়বে, অর্জিত সুদের উপর কর নির্ধারণ করা হবে এই নতুন নিয়মে।
২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কোনো ব্যক্তি প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি অবদান জমা দিলে তার উপর প্রাপ্য সুদে কর দিতে হবে।
উল্লেখ্য, কোনো কর্মী নিজের বেতনের ১২ শতাংশ পিএফ অনুদান হিসাবে দেন, নিয়োগকর্তাও সমান অনুদান জমা করেন তাঁর হয়ে।
খবর অনলাইন-এ আজকের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর পড়ুন এখানে:
আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি মুকুল রায়
রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক চন্দন মিত্র প্রয়াত
কেরলের বাইরে বাকি দেশে গত বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ কমল ২.৯২ শতাংশ
এ বার গোরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল করল এলাহাবাদ হাইকোর্ট
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।