এক ঘণ্টার মধ্যে নগদহীন কোভিড চিকিৎসার অনুমোদন দিতে হবে বিমা সংস্থাগুলিকে

0
Health Insurance
প্রতীকী ছবি

খবর অনলাইন ডেস্ক: কোভিডরোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের সহায়তায় নগদহীন চিকিৎসার অনুমোদন এবং দাবি নিষ্পত্তি দ্রুত করতে হবে বলে স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে নির্দেশ দিল নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (IRDAI)।

সুস্থ হয়ে ওঠা কোভিডরোগীকে হাসপাতাল থেকে ছাড়ার সময় বিলম্ব এড়ানোর জন্য সম্প্রতি দিল্লি হাইকোর্ট এ বিষয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিল। বলা হয়েছিল, রোগীকে হাসপাতাল থেকে ছাড়ার সময় যাতে সময় নষ্ট না হয়, সে কারণে ৩০-৬০ মিনিটের মধ্যে নগদহীন চিকিৎসার অনুমোদন দিতে হবে। তাতে অন্য রোগীও দ্রুত হাসপাতালে ভরতি হতে পারেন।

সাম্প্রতিক কিছু খবরে উঠে এসেছে, স্বাস্থ্য বিমা থাকা সত্ত্বেও কয়েকটি হাসপাতাল কোভিড-১৯ (Covid-19)-এর চিকিৎসায় নগদহীন সুবিধা দিতে অস্বীকার করছে।

পরিস্থিতি বিবেচনা করেই স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে অনুমোদন এবং দাবি নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইআরডিএআই। বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালের চূড়ান্ত বিল পাওয়ার এক ঘণ্টার মধ্যে পলিসিধারকের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে।

আবেদনগুলি যাতে তাৎক্ষণিক ভাবে প্রক্রিয়াকরণ করা হয়, সে বিষয়টিতে জোর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এতে কোভিডের চিকিৎসা তরান্বিত হবে। নির্দিষ্ট সময়সীমায় সম্মতি নিশ্চিত করার জন্য বিমা সংস্থার তৃতীয় পক্ষের প্রশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সমস্ত নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে।

আরও পড়তে পারেন: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.