ওয়েবডেস্ক: পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড আয়কর দফতরের তরফে দেওয়া হয়। যে কোনো আয়করদাতার ক্ষেত্রে যেমন প্যান কার্ড বাধ্যতা মূলক, তেমনই আর্থিক লেনদেনের একাধিক ক্ষেত্রে প্যান নম্বর বাধ্যতা মূলক। স্বাভাবিক ভাবেই আয়কর দিতে হয় না, তেমন ব্যক্তিরও আর্থিক লেনদেনের জন্য প্যান নম্বরের প্রয়োজনীয়তা রয়েছে।
তবে এক ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়ে থাকে। কিন্তু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অথবা অজ্ঞতার কারণে এক ব্যক্তির হাতে চলে আসতে পারে একাধিক প্যান নম্বর। যা আইনানুযায়ী দণ্ডমূলক অপরাধ। কী শাস্তি হতে পারে এই ক্ষেত্রে?
আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। এক ব্যক্তি একাধিক প্যান নম্বর নিয়ে থাকলে তাঁকে ওই আইনের ২৭২বি অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হতে পারে।
[ আরও পড়ুন: প্যান কার্ড কেন দরকার? জেনে নিন ১০টি কারণ ]
দোষী প্রমাণিত হলে কোনো ব্যক্তির ১০ হাজার টাকা আর্থিক জরিমানা হতে পারে।
[ প্যান কার্ড সংক্রান্ত অন্যান্য খবর পড়তে এখানে ক্লিক করুন ]
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।