নয়াদিল্লি: ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে স্বাক্ষরিত বিস্তৃত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (CEPA) শুধুমাত্র দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে তা নয়, রফতানি বৃদ্ধিও করবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল জানান, “এই চুক্তি ভারতে ১০ লক্ষ কাজের সুযোগ তৈরি করবে”।
৮৮ দিনেরও কম সময়ের মধ্যে আলোচনা শেষ করার পরে শুক্রবার এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি।
কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, “সিইপিএ ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প, স্টার্ট-আপ, কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসার জন্য অত্যন্ত উপকারী হবে। এই চুক্তি পণ্য এবং পরিষেবা উভয়ের জন্য বাজার তৈরি করবে এবং আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। এটা আমাদের স্টার্ট-আপগুলোর জন্য নতুন বাজার উন্মুক্ত করবে, আমাদের ব্যবসা ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলে অর্থনীতিকে চাঙ্গা করবে”।
গয়াল জানিয়েছেন, “সেক্টর-ভিত্তিক আলোচনা থেকে জানা গিয়েছে যে এই চুক্তিটি ভারতীয় নাগরিকদের জন্য অতিরিক্ত ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সিইপিএ-র মাধ্যমে রফতানি বাড়বে”।
বিশেষত শ্রম-নিবিড় ভারতীয় পণ্যগুলির জন্য দরজা খুলে দেবে সিইপিএ। যেগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে রফতানি করা হয়। যার মধ্যে রয়েছে টেক্সটাইল, রত্ন ও গহনা, ওষুধ, কৃষি পণ্য, জুতো, চামড়া, খেলার সামগ্রী, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ এবং প্লাস্টিক ইত্যাদি।
আরও পড়তে পারেন:
অফ-ক্যাম্পাস ডিজিটাল প্রোগ্রামে নিয়োগের জন্য আবেদন চাইছে টিসিএস, বেতন ৬০ হাজার টাকা পর্যন্ত
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, দুই সন্তানকে নিয়ে কুলতলিতে আত্মঘাতী স্ত্রী
থানা কোনো পুলিশ পাঠায়নি, হাওড়ায় ছাত্রনেতার মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
আরও কমে ২২ হাজারের ঘরে ঢুকে গেল করোনা সংক্রমণ, আরও কমল মৃতের সংখ্যা
জঙ্গিদের কাছে তথ্যপাচারের অভিযোগ, নিজেদের প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করল এনআইএ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।