স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত হচ্ছে টেলিমেডিসিন, নির্দেশ আইআরডিএ-র

0
Health Insurance
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: বিমা নিয়ন্ত্রক সংস্থা রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (IRDAI) বিমা সংস্থাগুলিকে নতুন নির্দেশে জানায়, নিয়মিত চিকিৎসা পরামর্শের সঙ্গেই টেলিমেডিসিনকেও বিমার অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হল।

আইআরডিএ বিমা সংস্থাগুলির উদ্দেশে বৃহস্পতিবারের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পলিসির দাবি নিষ্পত্তির অংশ হিসাবে বিমাকারীদের টেলিমেডিসিনের (Telemedicine) অনুমোদন দিতে পারে বিমা সংস্থাগুলি।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই বাইরে বেরোতে না পেরে টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। একাধিক হাসপাতালও রোগীকে বাড়িতে বসেই পরিষেবা দিচ্ছে। করোনাভাইরাস(Coronavirus) সংক্রমণের আশঙ্কা এড়াতে স্বাস্থ্যসুরক্ষা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে হাসপাতালগুলি।

আইআরডিএ-র নতুন নির্দেশ বর্তমান পরিস্থিতিতে বিশেষ ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। করোনাভাইরাসের হালকা উপসর্গ থাকলে হাসপাতালে ভরতি হওয়ার থেকে বাড়িতে কোয়রান্টিনে থেকেই চলতে পারে চিকিৎসা। সে ক্ষেত্রে নতুন এই নিয়ম অনেকটাই সুবিধা দিতে পারে রোগীকে।

টেলিমেডিসিন কী?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) ওয়েবসাইটে জারি করা টেলিমেডিসিন অনুশীলন গাইডলাইন অনুসারে, “এটি একটি বিশেষ স্বাস্থ্য পরিষেবা সরবরাহ পদ্ধতি। যেখানে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সমস্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদাররা সমস্যার কারণ শনাক্তকরণের মাধ্যমে তথ্যের বিনিময়ের জন্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে রোগী অথবা আহতদের চিকিৎসা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন”।

স্বাস্থ্যবিমার আওতায় নিয়মিত চিকিৎসক পরামর্শের জন্য ব্যয়ের টাকা দাবি করতে পারেন বিমাকারী। এ বার টেলিমেডিসিনও দাবি নিষ্পত্তির অংশ হিসাবে সংযোজিত হল।

টেলিমেডিসিনের সুবিধা কারা পাবেন?

চিকিৎসকের কাছ থেকে টেলিফোনে পরামর্শ নেওয়ার জন্য ব্যয় করেছেন এমন যে কোনো বিমাকারী ব্যক্তি এই সুবিধা পেতে পারেন। এ ক্ষেত্রে এই ব্যয় বহির্বিভাগে চিকিৎসাজনিত ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে বিমা সংস্থার দেওয়া শর্তের উপর।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.