ওয়েবডেস্ক: আইটিসি গ্রুপের চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর মারা গেলেন শনিবার সকালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
গত কয়েক বছর ধরেই দেবেশ্বর ক্যানসারে ভুগছিলেন। তবে এ দিন তাঁর মৃত্যু সম্পর্কে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
১৯৬৮ সাল আইটিসি-তে যোগ দেন তিনি। ১৯৯৬ সালে সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যানের পদে উন্নীত হন।
তাঁর সুযোগ্য নেতৃত্বে, আইটিসির বৃহত্তম শেয়ারহোল্ডার বিএটি (ব্যাট)-র টেকওভার হুমকি থেকে সংস্থার সাতন্ত্র্য রক্ষায় সফল হয়েছিল, একই সঙ্গে আইটিসি এফএমসিজি বিভাগে সাফল্য অর্জন করে।
গত ২০১৭ সালে দেবেশ্বরকে নন-এগজিকিউটিভ পদে স্থানান্তরিত করা হয়। সঞ্জীব পুরি বর্তমানে সংস্থার সিইও এবং এমডি।
[ আইএল অ্যান্ড এফএস দুর্নীতিতে তদন্তকারী সংস্থার নজরে এ বার এলআইসি কর্তারা ]
২০১১ সালে দেবেশ্বর পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। দেশের তৃতীয় বৃহত্তম নাগিরক সম্মানের অধিকারী দেবশ্বরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্টরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।