গ্রাহক সংখ্যায় নয়া নজির গড়ল রিলায়েন্স জিও

0

নয়াদিল্লি: ভারতে গ্রাহক সংখ্যার নিরিখে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল রিলায়েন্স জিও (Reliance Jio)। গত জুলাই নতুন ৩৩.৫ লক্ষ গ্রাহক সংগ্রহ করে ভারতে প্রথম কোনো টেলিকম সংস্থা হিসেবে ৪০ কোটির ধাপ উতরে গেল মুকেশ অম্বানির সংস্থা।

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই (Trai)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রিলায়েন্সের পিছনে রয়েছে আরও দুই বৃহত্তম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)।

ট্রাইয়ের রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাস পর্যন্ত রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটি ৮ লক্ষ।

ভারতী এয়ারটেল

জুলাই মাস পর্যন্ত গ্রাহক সংখ্যা ৩১ কোটি ৯৯ লক্ষ। জুলাই মাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছেন ৩২.৬ লক্ষ।

ভোডাফোন আইডিয়া

জুলাই মাস পর্যন্ত গ্রাহক সংখ্যা ৩০ কোটি ১৩ লক্ষ। জুলাই মাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছেন ৩৭.২ লক্ষ।

অন্যদিকে জিও-র নিষ্ক্রিয় গ্রাহক সংখ্যাও তুলনামূলক ভাবে বেশি বলে জানা গিয়েছে। রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার নিষ্ক্রিয় গ্রাহক সংখ্যা যথাক্রমে ৮.৭৮ কোটি, ৯৫ লক্ষ এবং ৩.২১ কোটি।

জিও-র সক্রিয় গ্রাহক হ্রাস পাওয়ার কারণ হিসাবে বিশেষজ্ঞরা তুলে ধরছেন করোনা লকডাউনকে। তাঁদের মতে, লকডাউনের সময় অভিবাসী শ্রমিকদের কাজ ছিল না। ফলে তাঁদের অনেকেই মোবাইল সংযোগ ছেড়ে দিয়েছেন।

আরও পড়তে পারেন: ভারতে ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক কোভিড আক্রান্ত, ৭৭ দিনের মধ্যে সব থেকে কম মৃত্যু!

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন