Currency
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: একই সঙ্গে ভবিষ্যতের জন্য সুরক্ষা এবং পাশাপাশি সঞ্চয়ের বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় জীবনবিমা নিগম (এলআইসি)-এর জীবনলাভ পলিসি। এই পলিসিতে ন্যূনতম নিশ্চিত রাশি (মিনিমাম সাম অ্যাসিউরড) ২ লক্ষ টাকা। অন্য দিকে কোনো ঊর্ধ্বসীমা নেই। এক নজরে দেখে নেওয়া যাক জীবনলাভের লাভালাভ।

একক ভাবে ৮ থেকে ৫৯ বছর বয়সি যে কেউ কিনতে পারে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-র জীবনলাভ পলিসি।

এলআইসির নিজস্ব ওয়েবসাইট জানাচ্ছে, এই পলিসিতে ন্যূনতম নিশ্চিত রাশি ২ লক্ষ টাকা হলেও এর কোনো ঊর্ধসীমা নেই। অর্থাৎ, ১০ হাজার টাকার গুণিতকে এই পলিসিতে লগ্নি করা যাবে।

পলিসি ম্যাচুরিটির আগে গ্রাহকের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ম্যাচুরিটির পর একটি একক পরিমাণ অর্থ গ্রাহককে দেওয়া হবে।

তিনটি ভিন্ন মেয়াদের জীবনলাভ পলিসির পরিষেবা দিচ্ছে এলআইসি। প্রথমটি ১৬ বছরের মেয়াদে, তবে প্রিমিয়াম জমা করতে হবে ১০ বছর, দ্বিতীয়তটি, ২১ বছর মেয়াদ, প্রিমিয়াম দিতে হবে ১৫ বছর এবং তৃতীয়তটি, ২৫ বছর মেয়াদী, প্রিমিয়াম জমা করতে হবে ১৬ বছর পর্যন্ত।

নীচে দেখে নিন প্রতি ১,০০০ টাকার জন্য ন্যূনতম নিশ্চিত রাশির নমুনা

পলিসির মেয়াদ/প্রিমিয়াম দেওয়ার মেয়াদ (বছরে)
বয়স
(বছরে)
১৬ (১০)২১(১৫)২৫(১৬)
২০৮৫.২০৫৪.৫০৪৫.৯৫
৩০৮৫.৫০৫৪.৯৫৪৬.৬০
৪০৮৬.৮০৫৬.৮০৪৮.৯০
৫০৯০.৯৫৬১.৮৫৫৪.৮০

সূত্র: এলআইসি

  • বিমায় বিনিয়োগ বিশদ খোঁজ নেওয়ার পর করা উচিত।
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন