নয়াদিল্লি: সারা দেশের ১ কোটি ৫৯ লক্ষ পোস্ট অফিসে চালু হয়েছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্প (Mahila Samman Savings Certificate Scheme)। ২০২৩-২৪ বাজেট বক্তৃতা করার সময় এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পর অর্থমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করার পরে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পটি সারা দেশেই পোস্ট অফিসেই চালু করা হয়েছে।
ইতিমধ্যেই অর্থমন্ত্রকের এই পদক্ষেপটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়নের প্রতি তাঁর সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য “সেরা উদাহরণ”। মোদী টুইটারে লেখেন, “আমাদের সরকার নারীদের সম্মান ও ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ এর সেরা উদাহরণ”।
যোগাযোগ মন্ত্রক নিজের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “এই পদক্ষেপগুলি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় গ্রাহকদের ব্যাপকভাবে উপকৃত করবে। উলটো দিকে পোস্ট অফিসগুলির মাধ্যমে এই প্রকল্পগুলিতে আরও বিনিয়োগ বাড়বে। বিশেষত গ্রামীণ এলাকায় এবং মহিলা, কৃষক, কারিগর, প্রবীণ নাগরিক, কারখানার শ্রমিক, সরকারি কর্মচারী, ছোটো ব্যবসায়ী এবং অন্যান্যর মধ্যে বিনিয়োগের আগ্রহ বাড়াবে”।
এক নজরে মহিলা সম্মান সেভিংস স্কিম
মহিলা সম্মান সেভিংস স্কিমে সুদের হার: অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে মহিলারা কেবল দু’বছরের আমানতের উপর ৭.৫ শতাংশ সুদ পাবেন। শুধুমাত্র মহিলারাই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা অভিভাবকরা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোনো মহিলা বা নাবালিকার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
মহিলা সম্মান সেভিংস স্কিমের সুবিধা: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে, শুধুমাত্র মহিলা বা অভিভাবকরাই নাবালকের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এতে শুধুমাত্র একক অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের অধীনে, ত্রৈমাসিক ভিত্তিতে সুদ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
মহিলা সম্মান সেভিংস স্কিমে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিষয়: এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট বন্ধ করার কোনো বিকল্প নেই। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এটি বন্ধ করা যেতে পারে। এ ছাড়া অন্য কোনো পরিস্থিতিতে সরকার সম্মতি দিলে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। প্রিম্যাচিউর অ্যাকাউন্ট ৬ মাস পরেই বন্ধ করা যাবে। টাকা তুলতে হলে ফর্ম-২ পূরণ করতে হবে। নাবালিকারা ফরম-৩ পূরণ করতে পারবে।
মহিলা সম্মান সেভিংস স্কিমে টাকা তোলার সুবিধা: সরকারি এই প্রকল্পে টাকা চোট যাওয়ার কোনো ঝুঁকি নেই। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা জমা রাখার পরে একটি অংশ তুলে নেওয়াযাবে। ১ বছর পর, ৪০ শতাংশ টাকা তোলা যাবে।
মহিলা সম্মান সেভিংস স্কিমে প্রাপ্ত সুদ করযোগ্য: প্রকল্পে জমা টাকা নিয়ে কোনো ঋণ ঝুঁকি নেই, কারণ এটি সরকার সমর্থিত স্কিম। যাইহোক, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রে বিনিয়োগ করার জন্য কোনো কর ছাড়ের সুবিধাও নেই। সাধারণ নিয়ম অনুসারে, এই স্কিমের সুদের আয় করযোগ্য হবে।
নয়াদিল্লি: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবার তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্টালিনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।
সনাতন ধর্মের বিরোধিতা করে উদয়নিধি এবং এ...
খবরঅনলাইন ডেস্ক: ‘ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’ হিসাবে স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। কিরীটেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত এই গ্রাম। কিরীটেশ্বরী গ্রামকে এই খেতাব দেওয়া হয়েছে...
খুব শীঘ্রই না কি প্রযোজক করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সল্লুমিঞা। বলিপাড়া থেকে মিলছে এমনটাই আপডেট। করণের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায় তে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। সেই থেকেই কেজোর সঙ্গে অভিনেতার দারুণ বন্ধুত্ব।