ওমিক্রন উদ্বেগে বিয়ে বাতিলের সম্ভাবনা রয়েছে? বিমা করিয়ে রাখুন, মিলবে ক্ষতিপূরণ

0

নয়াদিল্লি: করোনাকালে সব আয়োজন সেরে ফেলার পরেও বাতিল হয়ে গিয়েছে অনেক বিয়ের অনুষ্ঠান। করোনা সংক্রমণ রুখতে লকডাউন-সহ বিভিন্ন সরকারি বিধিনিষেধের জেরেই এই ঘটনা। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সামাজিক অনুষ্ঠানে জমায়েত নিষিদ্ধ হয়েছে আবার কখনও আমন্ত্রিতের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে সরকারি তরফে। ফলে আয়োজনই সার। আর আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন অনেকে। এখান থেকেই চাহিদা বাড়ছে বিবাহ বিমার (Wedding Insurance)।

কেন বিয়ে বিমা

Marriage Loan

অগ্রহায়ণের পর ফের জমকালো বিয়ের মরশুম মাঘে। এখন আবার করোনার নতুন রূপ ওমিক্রন নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বেশ কিছু রাজ্যে ফের চালু হয়েছে কড়াকড়ি। তাই আগাম নির্ধারিত বিয়ের অনুষ্ঠান নিয়েও উদ্বিগ্ন অনেকেই। এ ব্যাপারে বেছে নেওয়া যেতে পারে বিয়ে বিমার মতোর সুবিধা।

কেউ-ই চান না, তাঁর বিয়ের অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হয়ে যাক অথবা পিছিয়ে যাক। কিন্তু এ ধরনের পরিস্থিতি তৈরি হলে নিরুপায়। তখন কিন্তু বিয়ে বিমার আর যাইহোক আর্থিক ক্ষতিতে উপশমের মলম হিসেবে কাজ করতে পারে।

খরচ কত?

বিমার পরিমাণ নির্ভর করে বিমার বাজেটের উপর। বিমার উপর প্রিমিয়াম বাবদ ধার্য্য করা হয় মাত্র .৭ -২ শতাংশ। অর্থাৎ, আপনি যদি বিয়ের জন্য ১০ লক্ষ টাকা বাজেট ঠিক করেন, তা হলে তার বিমা করানোর জন্য প্রিমিয়াম বাবদ খরচ হতে পারে ৭,৫০০-১৫,০০০ টাকা।

বিমার ধরন

শুধুমাত্র বিয়ে বাতিল নয়, আরও ভিন্ন কারণেও এই বিমা করানো যায়। মূলত চারটি বিভাগ রয়েছে এর।

দায়ের কভারেজ: বিয়ের সময় কোনো দুর্ঘটনা বা আঘাতের কারেণ যে কোনো ধরনের ক্ষতি বা ক্ষতির জন্য বিমা কভারেজ।

বাতিলের জন্য কভারেজ: শেষ মুহূর্তে বিয়ে বাতিল হয়ে গেলে আর্থিক ক্ষতিপূরণ।

সম্পত্তিহানি: বিয়ের অনুষ্ঠান চলাকালীন কোনো সম্পত্তিহানির বিমা।

ব্যক্তিগত দুর্ঘটনা: পাত্র-পাত্রী কোনো দুর্ঘটনার শিকার হলে হাসপাতালের খরচ।

যে বিষয়গুলিতে কভারেজ

married

*ক্যাটারিংকে দেওয়া অগ্রিম

*অনুষ্ঠানবাড়ি ভাড়ার জন্য দেওয়া অগ্রিম

*পরিবহণ সংস্থাকে দেওয়া অগ্রিম

*বিয়ের আমন্ত্রণপত্র ছাপার খরচ

*গানবাজনা বা সাজসজ্জার জন্য দেওয়া অগ্রিম

কী ভাবে মিলবে কভারেজ

বিয়ের অনুষ্ঠান নিয়ে কোনো রকমের দুর্ঘটনা বা অবাঞ্ছিত ঘটনা ঘটলেই তা বিমা সংস্থাকে জানাতে হবে। এর পর সংস্থার তরফে তা অনুসন্ধান এবং যাচাই করে দেখা হবে। সত্যিই যদি ক্ষতির মুখে পড়েন আয়োজক, তা হলে ক্ষতিপূরণ দেবে সংস্থা। তবে মনে রাখতে হবে, সন্ত্রাসবাদী হামলা, বন্‌ধ, পাত্র-পাত্রীর অপহরণ অথবা ব্যক্তিগত পোশাকের ক্ষয়ক্ষতির জন্য এই কভারেজ পাওয়া যায় না। সংস্থা হিসেবে নির্ভর করে শর্ত।

আরও পড়তে পারেন:

এক দিনেই ৪৩ শতাংশ বাড়ল সংক্রমণ, ওমিক্রন উদ্বেগের মধ্যে নতুন করে আক্রান্ত ১৩ হাজারের বেশি

ওমিক্রন এবং ডেল্টার ‘সুনামি’তে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা: হু

কোথায় কোথায় কনটেনমেন্ট জোন, চিহ্নিতকরণের প্রস্তুতি কলকাতা পুরসভার

হাজার টপকে গেল ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত, কলকাতাতেই অর্ধেক

কোভিডে আক্রান্ত সস্ত্রীক বিধায়ক তাপস রায়, কলকাতা পুরসভার কর্মী এবং বরো চেয়ারম্যান

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন