ওয়েবডেস্ক: সর্বকালীন রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলল ভারতীয় শেয়ার বাজারের দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটি।
এই একটা দিনের জন্য অনেকেই উদগ্রীব হয়ে অপেক্ষা করেন। প্রতিবছর দিওয়ালি উপলক্ষে শেয়ার বাজার দিনভর বন্ধ থাকলেও সন্ধ্যায় এক ঘণ্টার জন্য দেওয়া হয় কেনাবেচার সুযোগ। ধনতেরাসের আবহে আনকোরা বিনিয়োগকারীরাও এ দিন পথ চলা শুরু করেন শেয়ার ট্রেডিংয়ে।
এ দিন সেনসেক্স সর্বকালীন সেরা উচ্চতা ৪৩,৫২২ পয়েন্ট ছুঁয়ে ফেলে কয়েক মিনিটের মধ্যেই, অন্যদিকে নিফটি ছুঁয়ে ফেলে ১২,৭৩৫ পয়েন্ট।
এক নজরে কয়েকটি চমকপ্রদ তথ্য
*বিএসই-র প্রতিটি সেক্টরই সবুজে।
*বিনিয়োগকারীদের ঝুলিতে ঢুকল ১.২৪ লক্ষ কোটি টাকা।
*বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারি মূলধন বৃদ্ধি পেল ১৬৯.৫৬ কোটি টাকা।
*সন্ধ্যা ৬.২৯টায় সেনসেক্স পৌঁছায় ৪৩,৭০৯.০৭ এবং নিফটি পৌঁছায় ১২,৭৯৯.১৫ পয়েন্টে।
*ভারত পেট্রোলিয়াম, টাটা মোটর্স,ইচার মোটর্স, বাজাজ ফিনসার্ভ এবং টাটা স্টিল নিফটির শীর্ষ লাভদায়ী স্টক।
*নিফটি ব্য়াঙ্ক ইনডেক্স প্রায় এক শতাংশের লাফ দেয়। সব থেকে বেশি উত্থান দেখা যায় এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্য়াঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টকে।
*বাজার বন্ধের সময়েও রেকর্ড উচ্চতায় রইল সেনসেক্স (৪৩,৬৩৭) এবং নিফটি (১২,৭৮০)।
*৩০ স্টকের সেনসেক্স-এ ২২টিই রইল সবুজে।
*এ দিন ১৬৩টি স্টকের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়তে পারেন: এসবিআই এটিএম কার্ডে নিজের সন্তানের ছবি প্রিন্ট করা যায়, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।