নয়াদিল্লি: আপনি কি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করেন? তা হলে আগামী বছর থেকেই আয়কর রিটার্নের ফর্মে একটা নতুন কলাম পূরণ করতে হবে আপনাকে। বুধবার কেন্দ্রের রাজস্ব সচিব তরুণ বাজাজ জানালেন, ক্রিপ্টোকারেন্সি থেকে আয় এবং কর মেটানোর তথ্য প্রকাশ করার জন্য একটি পৃথক কলাম থাকবে আয়কর রিটার্ন ফর্মে।
তিনি বলেন, “পরের বছরে আয়কর দাখিলের ফর্মে একটা পৃথক কলাম থাকবে। সেখানেই ক্রিপ্টো থেকে আয়ের তথ্য প্রকাশ করতে হবে”।
একই সঙ্গে তিনি বলেন, “ক্রিপ্টোর উপর কর চাপানোর বিষয়ে সরকারের মনোভাব খুবই স্পষ্ট। আমরা এর উপর সর্বোচ্চ হারে কর আরোপ করছি। প্রযোজ্য সারচার্জ-সহ যা ৩০ শতাংশ। পাশাপাশি টিটিএস-ও এনেছি। যে কারণে আমরা ক্রিপ্টো লেনদেনকারীদের যথাযথ ভাবে ট্র্যাক করব”।
ইন্ডাস্ট্রি রিসার্চ ফার্ম Chainalysis-এর অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের জুন পর্যন্ত ভারতে ক্রিপ্টো মার্কেট বৃদ্ধি পেয়েছে ৬৪১ শতাংশ। কেন্দ্রীয় রাজস্ব সচিব বলেন, “এগুলো আগেও করযোগ্য ছিল। তবে নতুন করে কর চাপানোর অর্থ, আয়কর রিটার্নে ক্রিপ্টো লেনদেনের তথ্য প্রকাশ করলে এ বার ৩০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে অ্যাসেসিং অফিসার ক্রিপ্টো আয়ের উপর ভিত্তি করে আইটিআর মূল্যায়ন করবেন”।
মঙ্গলবার নিজের চতুর্থতম বাজেট বক্তৃতায় ডিজিটাল, ভার্চুয়াল সম্পদের লেনদেন নিয়ে কেন্দ্রের একাধিক পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি-
*ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর
*ভার্চুয়াল সম্পদ বিক্রি করে আয়ের উপর কোনো ছাড়ের বালাই থাকছে না
*কোনো ভার্চুয়াল সম্পদ বিক্রি করে ক্ষতি হলে সেটাকেও আয়ের সঙ্গে সামঞ্জস্য করা যাবে না
*ডিজিটাল সম্পদের স্থানান্তর করার সময় পেমেন্টের উপর ১ শতাংশ হারে টিডিএস
*ক্রিপ্টো টোকেন এবং ভার্চুয়াল সম্পদ উপহার দেওয়ার ক্ষেত্রে প্রাপকের জন্যও একই হারে কর কার্যকর
*আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে
আরও পড়তে পারেন:
লজ্জাজনক! কৃষ্ণনগরে স্কুলের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষক
শুভেন্দু-গড়ে বিজেপিতে ভাঙন, কাঁথি পুরসভার পাঁচ কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে
৭৫ বছর বয়সি প্রতিবেশী দিদিমাকে ধর্ষণের অভিযোগ, জয়নগরে ধৃত যুবক
ঘুঁচবে ব্যবধান! এনপিএস অ্যাকাউন্টে বাড়তি সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।