Homeশিল্প-বাণিজ্যএ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: এ বার প্যান (PAN) এবং আধার (Aadhaar) বাধ্যতামূলক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। ৩১ মার্চ, ২০২৩ দিনাঙ্কিত অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্যও আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ (Aadhaar enrollment slip) বাধ্যতামূলক হবে।

জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এ বার থেকে প্যান এবং আধার নম্বর, দুটোই জমা দিতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান স্কিম ইত্যাদির মতো পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করার জন্য অর্থমন্ত্রক প্যান এবং আধার নম্বর বাধ্যতামূলক করেছে।

পোস্ট অফিসের প্রকল্পগুলির অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বরটি কাছে না থাকে, তবে আবেদনকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ধারককে অ্যাকাউন্ট নম্বর খোলার তারিখ থেকে ছ’মাসের মধ্যে আধার নম্বর জমা করতে হবে যাতে সেটা স্বল্প সঞ্চয় প্রকল্পটির সঙ্গে লিঙ্ক করা যায়।

ছ’মাসের মধ্যে আবেদনকারী যদি আধার নম্বর জমা না করেন, তা হলে পোস্ট অফিসের প্রকল্পে করা বিনিয়োগ ফ্রিজ করা হবে। যদিও, আধার নম্বরটি জমা করার পরই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেটা পুনরায় চালু করাও সম্ভব।

জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় প্যান বা ফর্ম-৬০ জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দেওয়া হয়, তাহলে নিম্নলিখিত কোনো পরিস্থিতিতে দু’মাসের মধ্যে অবশ্যই জমা দিতে হবে:

১. অ্যাকাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে

২. যেকোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ এক লক্ষের বেশি

৩. এক মাসে অ্যাকাউন্ট থেকে তোলা এবং স্থানান্তরের পরিমাণ ১০ হাজার টাকার বেশি

এ ক্ষেত্রেও যদি প্যান জমা না করা হয়, তা হলে দু’মাসের মধ্যে অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিনিয়োগের সময় পোস্ট অফিস বা ব্যাঙ্ক এগুলি ছাড়া অন্যান্য নথিও চাইতে পারে। তবে এখন থেকে পোস্ট অফিসে বিনিয়োগের জন্য যে তিনটি নথি লাগবেই, সেগুলি হল- বিনিয়োগকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি, আধার নম্বর অথবা নথিভুক্তির স্লিপ এবং প্যান।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাস অপরিবর্তিত

সাম্প্রতিকতম

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা

কলকাতা: অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপি প্রার্থীর নাম...

ওড়িশায় সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, অন্তত ৫ জনের মৃত্যু, অনেকে আহত

সোমবার রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি সেতু থেকে কলকাতাগামী একটি বাস পড়ে গিয়ে ভয়াবহ...

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

রাজ্যের আবেদন খারিজ, হাওড়ায় রাম নবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা: হাওড়ায় রাম নবমীর মিছিলের রুট পরিবর্তনের ব্যাপারে রাজ্যের আবেদন খারিল করল কলকাতা হাইকোর্ট।...

আরও পড়ুন

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...

বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ

২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কের মোট ব্যবসা ১৭...