নয়াদিল্লি: দীর্ঘ ৬ মাস ধরে ঠাঁয় দাঁড়িয়ে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দামে ব্যাপক পতনের পর আশা করা হয়েছিল যে দামের এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে সরকার শীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দামে স্বস্তি দিতে পারে। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল সোমবার। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশ (বা ২.৬ মার্কিন ডলার) কমে নেমে এসেছিল ৮০.৯৭ মার্কিন ডলারে। যদিও রাশিয়া-সহ তেল রফতানিকারকদের ওপেক প্লাস গ্রুপের উৎপাদন হ্রাসের আশঙ্কায় দাম আবারও উপরে ওঠার সংকেত দিচ্ছে।
চার মেট্রোয় দাম অপরিবর্তিত
এ দিকে, দিল্লি-সহ দেশের চার মেট্রোতে পেট্রোল-ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। তবে গুরুগ্রাম, লখনউ-সহ বেশ কিছু শহরে জ্বালানির দাম সংশোধিত হয়েছে।
রাজধানী দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি ৯৬.৭২ টাকা এবং প্রতি লিটার ৮৯.৬২ টাকা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৭ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকায় এবং ডিজেল ৯২.৭৬ টাকায়। চেন্নাইতে পেট্রোল প্রতি লিটারে ১০২.৬৩ টাকায় এবং এক লিটার ডিজেল ৯৪.২৪ টাকায় পাওয়া যাচ্ছে।
কোথায় কোথায় পরিবর্তন
দেশের যে শহরগুলিতে বুধবার পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে-
*গুরুগ্রামে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৬.৮৯ টাকা এবং ৮৯.৭৬ টাকা।
*লখনউয়ে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৬.৪৭ টাকা এবং ৮৯.৬৬ টাকা।
*পটনায় লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৩৮ টাকা এবং ৯৪.১৬ টাকা।
*নয়ডায় লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৬.৫৯ টাকা এবং ৮৯.৭৬ টাকা।
*মেরঠে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৬.৩১ টাকা এবং ৮৯.৪৯ টাকা।
*রাজস্থানের গঙ্গানগরে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৪৮ টাকা এবং ৯৮.২৪ টাকা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।