শিল্প-বাণিজ্য
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
কলকাতায় পর পর দু’দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ক্রমশ এগোচ্ছে সর্বকালীন রেকর্ডের দিকে।

খবর অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম ফের বাড়ল বুধবার। এ দিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৫.৯২ টাকা। যা ক্রমশ সর্বকালীন রেকর্ড দামের দিকেই এগিয়ে চলেছে।
একই সঙ্গে তালমিলিয়ে পর পর দু’দিন বাড়ল ডিজেলের দাম। এ দিন সকালে প্রকাশিত সংশোধিত দাম অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার ডিজেলে পড়বে ৭৮.২২ টাকা। এ দিন প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে ২৪ পয়সা এবং ২৫ পয়সা।
কলকাতায় পেট্রোল এবং ডিজেলের সর্বোচ্চ দাম
গত ২০১৮ সালের ৪ অক্টোবর কলকাতায় সর্বকালীন সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল পেট্রোল এবং ডিজেল। ওই দিন কলকাতায় প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮৭.৩৩ টাকা এবং ৮৫.৮০ টাকা।
ওই দিন মুদ্রাস্ফীতির চাপ কমাতে এবং উপভোক্তাদের আস্থা বাড়াতে সরকার পেট্রোল এবং ডিজেলের উপর লিটার প্রতি ১.৫০ টাকা শুল্ক কমিয়েছিল। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত খুচরো জ্বালানি বিক্রেতারাও প্রতি লিটারে ১ টাকা দাম কমিয়েছিল। পরে সংস্থাগুলি ওই টাকা পুনরুদ্ধার করে নেয়।
১৩ জানুয়ারি দেশের ৫টি শহরে পেট্রোল এবং ডিজেলের দাম
শহর | পেট্রোল | ডিজেল |
---|---|---|
দিল্লি | ₹ ৮৪.৪৫ | ₹ ৭৪.৬৩ |
মুম্বই | ₹ ৯১.০৭ | ₹ ৮১.৩৪ |
চেন্নাই | ₹ ৮৭.১৮ | ₹ ৭৯.৯৫ |
কলকাতা | ₹ ৮৫.৯২ | ₹ ৭৮.২২ |
বেঙ্গালুরু | ₹ ৮৭.৩০ | ₹ ৭৯.১৪ |
ঘোষিত নীতি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে মূল্য এবং বৈদেশিক মুদ্রার দাম ওঠানামার সঙ্গে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধন করার কথা। কিন্তু করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর সরকারি ভাবে খুচরো জ্বালানি বিক্রেতারা সেই পদক্ষেপ থেকে পিছু হঠতে বাধ্য হয়।
অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য ২০২০ সালের মার্চ এবং মে মাসে দুই কিস্তিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ১৩ টাকা এবং ১৫ টাকা শুল্ক বাড়িয়েছিল সরকার।
আরও পড়তে পারেন: বার্ড ফ্লু: অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়াতে পারে মানুষের শরীরেও, সুরক্ষিত থাকার ৫টি উপায়
গাড়ি ও বাইক
পথ দুর্ঘটনায় আহতদের জন্য ২.৫ লাখ টাকা পর্যন্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা
বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের এই প্রকল্পে অন্তর্ভক্ত করা হয়েছে।

নয়াদিল্লি : সড়ক দুর্ঘটনায় আহতের চিকিৎসার জন্য আর নিজের পকেট থেকে ব্যয় করতে হবে না। ঘটনাস্থল থেকে নিকটবর্তী সরকারি বা বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পাবেন দুর্ঘটনায় আহত ব্যক্তি।
কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির নেতৃত্বে পরিবহন মন্ত্রক এ ব্যাপারে একটি প্রকল্প তৈরি করেছে। সেই প্রকল্প অনুযায়ী সড়ক দুর্ঘটনা আহত ব্যক্তি বেসরকারি হাসপাতালে আড়াই লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন।
দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল বা অন্য জয়গায় পাঠানোর ব্যয়ও সরকার বহন করবে।
সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হলে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অর্থ মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে দেওয়া হবে।
এ বিষয়ে জাতীয় নগদহীন চিকিৎসা প্রকল্প মন্ত্রণালয় একটি প্রকল্প তৈরি করেছে।
বিদেশি পর্যটকরাও এই প্রকল্পে অন্তর্ভক্ত
বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের এই প্রকল্পে অন্তর্ভক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ে, গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক, জেলা ও অন্যান্য রাস্তায় দুর্ঘটনায় আহত ব্যক্তি এই সুবিধা পাবেন।
এক সরকারি আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হন। তারা এই প্রকল্পে উপকৃত হবেন।
যানবাহন দুর্ঘটনা তহবিল থেকে এই প্রকল্পের অর্থ
আহতের ক্যাশলেস চিকিৎসার অর্থ যানবাহন দুর্ঘটনা তহবিল থেকে আসবে। নগদহীন চিকিৎসার অর্থ যানবাহন বিমা এবং সাধারণ বিমা থেকে পাওয়া যাবে। এ ছাড়া টোল ট্যাক্স বাবদ আদায় করা অর্থে একাংশ এই তহবিলের জন্য ব্যবহার করা হবে।
শিল্প-বাণিজ্য
সর্বকালের নতুন উচ্চতায় পেট্রোল, ডিজেলের দাম, এখানে দেখে নিন কোথায় কত
সপ্তাহের চতুর্থ এবং টানা দু’দিনে পেট্রোল, ডিজেলের দাম এক সপ্তাহের মধ্যে বেড়েছে লিটার প্রতি প্রায় এক টাকা।

কলকাতা: শনিবার সর্বকালের নতুন উচ্চতা স্পর্শ করল পেট্রোল এবং ডিজেলের দাম। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ বার দুই জ্বালানি তেলের দাম বাড়ল।
সপ্তাহের চতুর্থ এবং টানা দু’দিনে পেট্রোল, ডিজেলের দাম এক সপ্তাহের মধ্যে বেড়েছে লিটার প্রতি প্রায় এক টাকা। এ দিন কলকাতায় লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ২৪ পয়সা এবং ২৫ পয়সা।
পেট্রোলের দাম হয়েছে ৮৭.১১ টাকা প্রতি লিটার এবং লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৭৯.৪৮ টাকা।
২৩ জানুয়ারি দেশের ৫টি শহরে পেট্রোল এবং ডিজেলের দাম
শহর | পেট্রোল | ডিজেল |
---|---|---|
দিল্লি | ₹ ৮৫.৭০ | ₹ ৭৫.৮৮ |
মুম্বই | ₹ ৯২.২৮ | ₹ ৮২.৬৬ |
চেন্নাই | ₹ ৮৮.২৯ | ₹ ৮১.১৪ |
কলকাতা | ₹ ৮৭.১১ | ₹ ৭৯.৪৮ |
বেঙ্গালুরু | ₹ ৮৮.৫৯ | ₹ ৮০.৪৭ |
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম বৃদ্ধির জন্য আমদানি হ্রাসের বিষয়টি উল্লেখ করলেও জ্বালানির উপর কর কমানোর ব্যপারে কোনো মন্তব্য করেননি। মূলত কোভিডের কারণে রাজকোষে ঘাটতি মেটাতে অতিরিক্ত শুল্ক চাপানো এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামার কারণে শেষ কয়েক দিন ধরে সর্বকালীন সর্বোচ্চ শিখরের কাছে পেট্রোল-ডিজেলের দাম।
উল্লেখ্য, অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য ২০২০ সালের মার্চ এবং মে মাসে দুই কিস্তিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ১৩ টাকা এবং ১৫ টাকা শুল্ক বাড়িয়েছিল সরকার। এ ছাড়া পেট্রোল এবং ডিজেলে রাজ্যভিত্তিক ভ্যাট ও আবগারি শুল্কের মতো করের পরিমাণ পৃথক হওয়ায় বিভিন্ন শহরে দাম আলাদা।
আরও পড়তে পারেন: এসবিআই, এইচডিএফসি এবং অ্য়াক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন
শিল্প-বাণিজ্য
এসবিআই, এইচডিএফসি এবং অ্য়াক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন
বিভিন্ন ব্যাঙ্কে এফডি-র সুদের হার ভিন্ন। দেখে নিন বিস্তারিত…

খবর অনলাইন ডেস্ক: ফিক্সড জিপোজিট (Fixed Deposit) বা এফডি (FD) সাধারণ মানুষের কাছে বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের এফডি-তে সুদের হার (Interest rate) সাধারণত নির্দিষ্ট সময় অন্তর সংশোধিত হয়।
বিভিন্ন ব্যাঙ্কে এফডি-র সুদের হারও ভিন্ন। এখানে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্য়াঙ্ক (HDFC Bank) এবং অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) এফডি-তে বর্তমান সুদের হার।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ম্যাচিউরিটির মেয়াদ | সাধারণ | প্রবীণ নাগরিক |
৭-৪৫ দিন | ২.৯০% | ৩.৪০% |
৪৬-১৭৯ দিন | ৩.৯০% | ৪.৪০% |
১৮০-২১০ দিন | ৪.৪০% | ৪.৯০% |
২১১ দিন থেকে ১ বছরের কম | ৪.৪০% | ৪.৯০% |
১ বছর থেকে ২ বছরের কম | ৫.০০% | ৫.৬০% |
২ বছর থেকে ৩ বছরের কম | ৫.১০% | ৫.৬০% |
৩ বছর থেকে ৫ বছরের কম | ৫.৩০% | ৫.৮০% |
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত | ৫.৪০% | ৬.২০% |
এইচডিএফসি ব্যাঙ্ক
ম্যচিউরিটির মেয়াদ | সাধারণ |
৭-১৪ দিন | ২.৫০% |
১৫-২৯ দিন | ২.৫০% |
৩০-৪৫ দিন | ৩.০০% |
৪৬-৬০ দিন | ৩.০০% |
৬১-৯০ দিন | ৩.০০% |
৯১ দিন থেকে ৬ মাস | ৩.৫০% |
৬ মাস ১ দিন থেকে ৯ মাস | ৪.৪০% |
৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম | ৪.৪০% |
১ বছর | ৪.৯০% |
১ বছর ১ দিন থেকে ২ বছর | ৪.৯০% |
অ্যাক্সিস ব্যাঙ্ক
ম্যাচিউরিটির মেয়াদ | সুদের হার |
৭-২৯ দিন | ২.৫০% |
৩০-৬০ দিন | ৩.০০% |
৬১ দিন থেকে ৩ মাস | ৩.০০% |
৩ মাস থেকে ৪ মাসের কম | ৩.৫০% |
৪ মাস থেকে ৬ মাসের কম | ৩.৭৫% |
৬ মাস থেকে ১১ মাস ২৫ দিনের কম | ৪.৪০% |
১১ মাস ২৫ দিন থেকে ১ বছর ৫ দিন | ৫.১৫% |
১ বছর ৫ দিন থেকে ১৮ মাস | ৫.১০% |
১৮ মাস থেকে ২ বছর | ৫.২৫% |
২ বছর থেকে ৫ বছর | ৫.৪০% |
৫ বছর থেকে ১০ বছর | ৫.৫০% |
আরও পড়তে পারেন: এসবিআই-এর ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন, এখানে দেখে নিন সর্বশেষ সুদের হার
-
শরীরস্বাস্থ্য3 days ago
থাইরয়েড ধরা পড়েছে? এই খাবারগুলি সম্পর্কে সচেতন হন
-
রাজ্য2 days ago
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, প্রিয়া সেনগুপ্ত
-
ফুটবল2 days ago
বিমান দুর্ঘটনায় মৃত্যু ব্রাজিলের ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলারের
-
প্রযুক্তি3 days ago
৪২ শতাংশ কিশোরী দিনে এক ঘণ্টারও কম সময় মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পায়: সমীক্ষা