গাড়ি ও বাইক
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ২০২১ বাজারে আসছে, জেনে নিন চমকদার কিছু বৈশিষ্ট্য
জেনে নিন অন্যতম ফিচার এবং দাম কত?

খবর অনলাইন ডেস্ক: রয়্যাল এনফিল্ড হিমালয়ান দীর্ঘ দূরত্বের সওয়ারিদের কাছে পছন্দের একটি মোটর বাইক। এটি অ্যাডভেঞ্চার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় বাইক। সোশ্যাল মিডিয়ায় সংস্থা ঘোষণা করেছে, “রয়্যাল এনফিল্ড হিমালয়ান ২০২১” (Royal Enfield Himalayan 2021) মডেলটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)।
রয়্যাল এনফিল্ড জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে একটি নতুন রূপে বাজারে আনতে চলেছে। রিপোর্টে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার এই বাইকটি ভারতের বাজারে চলে আসছে। সংস্থাটি এই বাইকের আনুষ্ঠানিক বুকিংও শুরু করেছে। এই বাইকটি বাজারে আসবে তিনটি নতুন রঙের বিকল্প-সহ। এ ছাড়াও এতে আরও অনেক আনুষঙ্গিক পরিবর্তনই দেখা যাবে।
অন্যতম ফিচার
মেটিওর ৩৫০-এর পরে, হিমালয়ান ব্লুটুথ-ভিত্তিক ট্রিপার নেভিগেশনও পাবে, যা সম্পূর্ণ ভাবে নতুন করে ডিজাইন করা উপকরণের জন্য পথ প্রশস্ত করবে। পাশাপাশি ইউএসবি চার্জারের মতো বৈশিষ্ট্যগুলিও যুক্ত হয়েছে নতুন মডেলে।
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ২০২১-এর ইঞ্জিন ৪১১ সিসি সিঙ্গল সিলিন্ডার। যা ২৪.৩ বিএইচপি পাওয়ার এবং ৩২ এনএম-এর পিক টর্ক জেনারেট করতে পারে। ৫টি স্পিড গিয়ারবক্স রয়েছে এতে। ভারতবর্ষে অ্যাডভেঞ্চার সেগমেন্ট এই বাইকের আশেপাশে রাখা যেতে পারে কেটিএম ২৫০ এবং বাজাজ ডোমিনার ৪০০-কে।
দাম কত
হিমালয়ানের দাম ১.৯২ লক্ষ থেকে ১.৯৬ লক্ষের (দিল্লিতে এক্স-শোরুম)। ওয়াকিবহাল মহলের ধারণা অনুযায়ী, নতুন বাইকে আরও ৮-১০ হাজার টাকা জুড়তে পারে।
তবে রাস্তায় নামা পর্যন্ত রয়্যাল এনফিল্ড হিমালয়ান ২০২১-এর দাম আড়াই লক্ষ ছুঁতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যদিও সংস্থার তরফে এখনও দরদাম নিয়ে স্পষ্ট করে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়তে পারেন: আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত
গাড়ি ও বাইক
১ মার্চ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে ফাসট্যাগ, জানুন কী ভাবে
১ মার্চ পর্যন্ত টোল প্লাজায় কী ভাবে বিনামূল্যে ফাসট্যাগ পাবেন?

খবর অনলাইন ডেস্ক: জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) সারা দেশের টোল ট্যাক্স আদায় কেন্দ্রগুলিকে নগদহীন করার উদ্যোগ নিয়েছে। যে কারণে ফাসট্যাগ (FASTag) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এনএইচএআই বলেছে, ১ মার্চ অবধি বিনামূল্যে দেওয়া হবে ফাসট্যাগ। এর জন্য ১০০ টাকা চার্জ নেওয়া হচ্ছিল। সাধারণ মানুষকে উৎসাহিত করতে ১ মার্চ পর্যন্ত বিনামূল্যেই দেওয়া হবে। লক্ষ্য একটাই, যাতে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব ফাসট্যাগ কিনতে পারে।
সারা দেশে ৪০ হাজারেরও বেশি বুথ
বলা হয়েছে, এনএইচএআই ফাসট্যাগ রিচার্জ করতে সারা দেশে ৪০ হাজারেরও বেশি বুথ তৈরি করেছে। এর বাইরেও অনেক অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এটা রিচার্জ করা যায়। এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্য়াঙ্ক, পেটিএম-এর মাধ্যমেও ফাসট্যাগ পাওয়া যায়।
ফাসট্যাগের দাম কত
কোনো বাধা ছাড়াই টোল প্লাজা অতিক্রম করার জন্য আপনার গাড়ির ধরনের উপর নির্ভর করে ফাসট্যাগের দাম। এ ছাড়াও জারি করা ব্যাঙ্কের চার্জ এবং সিকিউরিটি ডিপোজিট পলিসির উপরেও তা নির্ভর করে।আপনি যদি পেটিএম থেকে গাড়ির জন্য ফাসট্যাগটি কিনে থাকেন তবে আপনাকে ৫০০ টাকা খরচ করতে হবে। যেখানে ২৫০ টাকা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্স ১৫০ টাকা।
আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ফাসট্যাগ কিনে থাকেন তবে আপনাকে ট্যাগের জন্য ৯৯.১২ টাকা এবং ন্যূনতম ব্যালেন্স হিসাবে ২০০ টাকা রাখতে হবে। ফাসট্যাগের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন। এ ছাড়া এ ছাড়া ২০০ টাকার সিকিউরিটি ডিপোজিটও রাখতে হয়।
ফাসট্যাগের ব্যালেন্স জানা যায় কী ভাবে
ফাসট্যাগের ব্যালেন্স জানতে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ফাসট্যাগ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি খুলুন, লগইন করুন এবং আপনার ব্যালেন্স পরীক্ষা করুন। এ ছাড়া এনএইচএআই যানবাহন মালিকদের মিসড কল সুবিধাও দিচ্ছে। প্রিপেইড ওয়ালেটে যাঁরা নিজের নম্বরটি নথিভুক্ত করেছেন, তাঁরা ৮৮৮৪৩৩৩৩৩১ নম্বরে মিসড কল করে ব্যালেন্স জানতে পারবেন।
১৬ ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলক ফাসট্যাগ
১৫-১৬ ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই ফাসট্যাগ (FASTag) নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। পরিবহণমন্ত্রক জানিয়েছে, জাতীয় সড়কের প্রতিটা টোল প্লাজাতেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “২০০৮-এর জাতীয় সড়ক ফি রুলস অনুযায়ী, যদি কোনো গাড়িতে ফাসট্যাগ লাগানো না থাকে অথবা ফাসট্যাগটি বৈধ না হয়, তা হলে টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় সেটির কাছ থেকে দ্বিগুণ ফি নেওয়া হবে”।
আরও পড়তে পারেন: ফাসট্যাগ নেই? গুনতে হবে দ্বিগুণ টোল চার্জ

খবর অনলাইন ডেস্ক: গত বছরের শেষ দিকে শোনা গিয়েছিল, সিবি ৩৫০-এর নতুন মডেল নিয়ে আসছে হোন্ডা। এ দিন এইচ’নেস সিবি ৩৫০ (H’Ness CB350) ভিত্তিক আধুনিক ক্লাসিক বাইক হোন্ডা সিবি ৩৫০আরএস (Honda CB 350 RS) বাজারে নিয়ে এল হোন্ডা।
আকর্ষণীয় বৈশিষ্ট্য
ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব এসেছে নতুন সিবি ৩৫০ আরএস-এ। ডুয়েল-টোন রঙিন ফুয়েল ট্যাঙ্ক, রাউন্ড এলইডি হেডলাইট এবং একটি স্পোর্টি স্ট্যান্স যুক্ত হয়েছে। হোন্ডা বলেছে, সিবি ৩৫০আরএস-এর ‘আরএস’ এর অর্থ ‘রোড সেলিং’, যার অর্থ মোটর সাইকেলটি দীর্ঘ দূরত্বের সফরের জন্য।
হ্যান্ডেলবারটি এইচ’নেস সিবি ৩৫০-এর মতো। মোটর সাইকেলের একটি ‘টাক অ্যান্ড রোল’ বসার সিট, এলইডি টেইলাইট-সহ নতুন করে নকশা করা রিয়ার সেকশন, নীচে একটি ব্যাশ-প্লেট এবং ওয়াইড ব্লক প্যাটার্ন টায়ার রয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্য যেমন সমস্ত এলইডি লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডুয়াল-চ্যানেল এবিএস এবং হোন্ডা সিলেটেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি) এইচ’নেস সিবি ৩৫০-এর মতোই। রয়েছে দু’টি রং। একটি রেডিয়্যান্ট রেড মেটালিক এবং অন্যটি পার্ল স্পোর্টস ইয়লো-যুক্ত ব্ল্যাক।
ইঞ্জিন ৩৪৮ সিসির। এইচ’নেস সিবি ৩৫০-এর মতো সিঙ্গল সিলিন্ডার। ৫,৫০০ আরপিএমে ২০.৮ বিএইচপি এবং ৩,০০০ আরপিএমে ৩০ এনএম শীর্ষ টর্ক তৈরি করবে। এইচ’নেস সিবি ৩৫০-এ মতোই পাঁচটি গিয়ার এবং একটি অ্যাসিস্ট ও একটি স্লিপার ক্লাচ রয়েছে।
দাম কত?
হোন্ডা সিবি ৩৫০আরএস-এর দাম ১.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এ বছরের মার্চের প্রথম সপ্তাহে শো-রুমগুলিতে চলে আসবে এই নতুন মডেল। এ দিন থেকে বুকিং শুরু হচ্ছে।
আরও পড়তে পারেন: রয়্যাল এনফিল্ড হিমালয়ান ২০২১ বাজারে আসছে, জেনে নিন চমকদার কিছু বৈশিষ্ট্য
গাড়ি ও বাইক
ফাসট্যাগ নেই? ১৬ ফেব্রুয়ারি থেকে গুনতে হবে দ্বিগুণ টোল চার্জ
সময়সীমা শেষ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি রাতে। তার আগেই কেন্দ্রীয় সরকারের নতুন বিজ্ঞপ্তি।

নয়াদিল্লি: ১৫-১৬ ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই ফাসট্যাগ (FASTag) নিয়ে নতুন নিয়ম কার্যকর করছে কেন্দ্রীয় সরকার। রবিবার পরিবহণমন্ত্রক জানিয়েছেন, জাতীয় সড়কের প্রতিটা টোল প্লাজাতেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
১ জানুয়ারি নয়, ১৫ ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলক করা হবে ফাসট্যাগ। করোনার আবহে গাড়ির মালিকদের কিছুটা হলেও স্বস্তি দিয়ে জানিয়েছিল কেন্দ্র। অর্থাৎ, গাড়িতে ফাসট্যাগ রেজিস্ট্রেশন করাতে আরও প্রায় দেড় মাস সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগে পর্যন্ত যাঁরা গাড়িতে ফাসট্যাগ লাগাবেন না, তাঁদের দ্বিগুণ টোল চার্জ লাগবে।
মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় সড়কে ফি প্লাজার সমস্ত লেনকে ‘ফাসট্যাগ লেন’ হিসাবে ঘোষণা করা হবে”।
একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “২০০৮-এর জাতীয় সড়ক ফি রুলস অনুযায়ী, যদি কোনো গাড়িতে ফাসট্যাগ লাগানো না থাকে অথবা ফাসট্যাগটি বৈধ না হয়, তা হলে টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় সেটির কাছ থেকে দ্বিগুণ ফি নেওয়া হবে”।
কী ভাবে পাওয়া যায় ফাসট্যাগ
টোল প্লাজাগুলিতে সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাঁরা ফাসট্যাগ লাগানোর প্রক্রিয়া সম্পূর্ণ করেন।
এ ছাড়া বিভিন্ন ব্যাঙ্কের তরফেও শিবির করে ফাসট্যাগ বিতরণ করা হচ্ছে। ব্যাঙ্কের শাখা এবং নিজস্ব ওয়েবসাইট থেকেও এই ফাসট্যাগ সংগ্রহ করা সম্ভব। এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI), অ্যাক্সিস (Axis), এসবিআই (SBI), ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda), সিটি ইউনিয়ন ব্যাঙ্ক (City Union Bank)-সহ অন্যান্য ব্যাঙ্ক থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
ফাসট্যাগ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
একটি ফাসট্যাগের মেয়াদ পাঁচ বছর। কেনার সময় এককালীন খরচ ২০০ টাকা। এর পর প্রয়োজন মতো এটা রিচার্জ করা যায়। প্রতিটি চার চাকার গাড়ির জন্য ফাসট্যাগ বাধ্যতামূলক।
গাড়ির সামনের দিকে কাচে ফাসট্যাগ স্টিকারটি লাগাতে হয়। সাধারণত, গাড়ির ভিতর থেকে উইন্ডশিল্ডের উপরের দিকে মাঝখানে স্টিকারটি আটকাতে হয় (রিয়ার-ভিউ মিরর-এর ঠিক পিছনে)।
আরও পড়তে পারেন: ১০০ টাকার রিচার্জে পান ১২ জিবি ডেটা এবং ৯০ দিনের ফ্রি কলিং! জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএলের সস্তার কিছু প্ল্যান
-
রাজ্য2 days ago
ব্রিগেড সমাবেশ: দরকারে ‘শান্তিনিকেতন’ বাড়ি নিলাম করে প্রতারিত মানুষের টাকা ফেরত, হুঁশিয়ারি মহম্মদ সেলিমের
-
রাজ্য2 days ago
পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
ফুটবল2 days ago
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল
-
রাজ্য2 days ago
কলকাতায় তেজস্বী যাদব, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ