শিল্প-বাণিজ্য
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না আদানি উইলমার
ফরচুন তেলের বিজ্ঞাপন তুলে নিয়েছে আদানি উইলমার, তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন সৌরভই। বিজ্ঞাপনও ফিরতে পারে, কিন্তু আলোচনার পরে।

খবর অনলাইন ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়ে আদানি উইলমার (Adani Wilmar) গোষ্ঠী। তবে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সৌরভকেই রেখে দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন সংস্থার ডেপুটি সিইও অংশু মল্লিক।
সৌরভকে ব্যবহার করে ফরচুন রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপনে দাবি করা হয়, হৃদপিণ্ড স্বাস্থ্যকর রাখবে এই তেল। অথচ, মাত্র ৪৮ বছর বয়সেই আচমকা হৃদরোগে আক্রান্ত হতে হল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়।
কী হয়েছিল সৌরভের
গত শনিবার (২ জানুয়ারি) বুকে ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি কারণে সৌরভকে ভরতি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। এর পরই টেলিভিশন থেকে তুলে নেওয়া হয় সৌরভের অভিনীত সেই বাণিজ্যিক বিজ্ঞাপন। [আরও পড়তে পারেন এখানে ক্লিক করে: সৌরভ হৃদরোগে আক্রান্ত হতেই ফরচুন তেলের সব বিজ্ঞাপন তুলে নিল আদানি উইলমার]
আদতে সৌরভের হার্টের তিনটি ধমনীতে ব্লক পাওয়া যায়। একটিতে ৯০ শতাংশ এবং অন্য দু’টিতে ৭০ শতাংশ ব্লক ধরা পড়ে। এই তিনটি ধমনী হল এলএডি বা লেফট অ্যান্টেরিয়াল ডিসেন্ডিং আর্টারি, এলসিএ বা লেফট করোনারি আর্টারি এবং এলসিএক্স বা লেফট সারকামফ্লেক্স আর্টারি। তবে চিকিৎসা পরিভাষায় এই জটিল বিষয়গুলির ব্যাখ্যা যাইহোক না কেন, একাংশের মানুষের কাছে এটা শুধুমাত্র হৃদপিণ্ডের গোলযোগ। অর্থাৎ, যিনি নির্দিষ্ট একটি তেল খেয়ে হৃদপিণ্ড স্বাস্থ্যকর রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁকেই হৃদরোগে আক্রান্ত হতে হল, এই বিষয়টিই কটাক্ষের কারণ হয়ে দাঁড়ায়।
কী বলছে সংস্থা
আদানি উইলমারের তরফে ডেপুটি সিইও অংশু মল্লিক সংবাদ সংস্থা এএনআই-এর কাছে বলেন, সৌরভ অভিনীত ফরচুন রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপনে একটি “অস্থায়ী” বিরতি নেওয়া হয়েছে।
তাঁর ব্যাখ্যা, রাইস ব্র্যান অয়েল বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর তেল। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রাইস ব্র্য়ান অয়েলে উপস্থিত গামা অরিজোনাল খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং লিপিড প্রোফাইল উন্নত করে। তবে এটা শুধুমাত্র রান্নার তেল, কোনো ওষুধ নয়।
অংশু বলেন, “খাদ্যাভ্যাস এবং বংশগত কারণে হৃদরোগের সম্ভাবনা থাকে। আমরা সৌরভের সঙ্গে কাজ চালিয়ে যাব এবং তিনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেই থাকবেন। তবে তাঁর সঙ্গে আলোচনায় বসার আগে পর্যন্ত আমরা বিজ্ঞাপনের ব্যাপারে অস্থায়ী বিরতি নিয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কারো সঙ্গে যেন না ঘটে”।
আরও পড়তে পারেন: হাসপাতাল থেকে বুধবার বাড়ি ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়
শিল্প-বাণিজ্য
ব্যয় বেড়েছে পরিবহণে, এক ধাক্কায় অনেকটাই বাড়ছে প্রয়োজনীয় সামগ্রীর দাম
শুক্রবার ভারত বন্ধের ডাক দিল অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন।

খবর অনলাইন ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই আকাশ ছুঁতে চলেছে ডিজেলের দাম। জ্বালানি খরচে ভারসাম্য রাখতে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে পণ্য পরিবহণকারী গাড়ির। এর জেরেই এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে প্রয়োজনীয় সামগ্রীর দাম।
একটি মহলের দাবি, শেষ কয়েক সপ্তাহ ধরে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে চার টাকার কম-বেশি। সাযুজ্য রাখার তাগিদে কোথাও কোথাও পরিবহণের ভাড়া বাড়ানো হয়েছে প্রায় ২০ শতাংশ।
বিশেষ করে পরিকাঠামো, খনন এবং কাঁচামাল সরবরাহ-সহ কয়েকটি ক্ষেত্রে পরিবহণের ভাড়া বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এখনই ডিজেলের দাম কমানোর ব্যবস্থা না করা হলে সমস্ত ক্ষেত্রেই এর জোরালো প্রভাব পড়তে পারে। যা সরাসরি মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করবে।
দাবি উঠছে ভ্যাট, শুল্ক হ্রাসের
ট্রান্সপোর্টাররা ডিজেলের উপর ভ্যাট ও শুল্ক কমানোর দাবি জানাচ্ছে সরকারকে। তারা বলেছে, ডিজেলকে এ বার জিএসটি-র আওতায় আনা হোক। প্রতিদিন ডিজেলের মূল্য সংশোধন করা উচিত নয়। তবে প্রধানমন্ত্রী ডিজেলকে জিএসটির আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এটা যে এত তাড়াতাড়ি কার্যকর করা হবে, সেটাও ভাবা যাচ্ছে না। গত দেড় মাসে ডিজেলের দাম প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ডিজেলের তুলনায় পেট্রোলের দাম বেড়েছে আরও বেশি। তাতে অবশ্য পরিবহণে কোনো ফারাক পড়ে না। কারণ, ট্রাক বা অন্য পণ্য পরিবহণকারী গাড়িগুলি ডিজেলে চলে। যে কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পণ্যেরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ট্রান্সপোর্টাররা বলছেন, ডিজেলের দাম কমপক্ষে ২০ শতাংশ না কমালে খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে।
ডিজেলের দাম না কমালে কী হবে
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডিজেলের দাম না কমালে শুধু যে খাবার-দাবারের দাম বাড়বে তেমনটা নয়। এর ফলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। যা জিডিপি বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।
অর্থাৎ, পেট্রোল, ডিজেলের দাম যত বাড়বে, ততই বাড়বে মুদ্রাস্ফীতি। নিয়ন্ত্রণ না করা হলে সমস্ত ক্ষেত্রের তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।
ডাক ভারত বন্ধের
পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ভারত বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন (সিএআইটি)। সংগঠনের তরফে বলা হয়েছে, দেশের প্রায় দেড় হাজার জায়গায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচির মধ্যে দিয়েই তারা কেন্দ্র, রাজ্য সরকার ও জিএসটি কাউন্সিলের কাছে তাদের দাবি তুলে ধরবে।
বন্ধের আহ্বান জানিয়ে সংগঠন একটি বিবৃতিতে বলেছে, ৪০ হাজারের বেশি ব্যবসায়ী সংগঠনের অন্তর্ভুক্ত ৮ কোটির বেশি ব্যবসায়ী জিএসটি বিধিতে বেশ কিছু সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। একই সঙ্গে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও তাদের কর্মসূচিতে ঠাঁই পেয়েছে।
আরও পড়তে পারেন: বেলাগাম পেট্রোল, ডিজেলের দাম, অভিনব প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিল্প-বাণিজ্য
বৃহস্পতিবার স্থির পেট্রোল, ডিজেলের দাম
রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ার পর জ্বালানির দামে বৃহস্পতিবার কোনো পরিবর্তন নেই।

খবর অনলাইন ডেস্ক: এই নিয়ে পর পর দু’দিন স্থির রইল পেট্রোল, ডিজেলের দাম। রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ার পর জ্বালানির দামে বৃহস্পতিবার কোনো পরিবর্তন নেই।
কলকাতায় এ দিন প্রতি লিটার পেট্রোলের দাম ৯১.১২ টাকা। ২৩ ফেব্রুয়ারির পর থেকেই এখানেই থমকে রয়েছে পেট্রোলের দাম। পাশাপাশি কলকাতায় এ দিন লিটার পিছু ডিজেলের দাম ৮৪.২০ টাকা।
গত রবিবার রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোল, ডিজেলে ১ টাকা করে শুল্ক হ্রাস করে। রাজ্যের অর্থমন্ত্রী জানান, “সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা হালকা করতেই রবিবার রাত থেকে পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের চাপানো সেস ১ টাকা করে হ্রাস করা হবে”। চার আগে খুচরো বাজারে এক টানা ১২ দিন বেড়েছে জ্বালানি তেলের দাম। মাসের প্রথম দিন থেকে এখনও পর্যন্ত প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৪ টাকারও বেশি।
দেখে নিন দেশের চারটি শহরে দামের তালিকা:
শহর | পেট্রোল | ডিজেল |
---|---|---|
দিল্লি | ৯০.৯৩ | ৮১.৩২ |
মুম্বই | ৯৭.৩৪ | ৮৮.৪৪ |
চেন্নাই | ৯২.৯০ | ৮৬.৩১ |
কলকাতা | ৯১.১২ | ৮৪.২০ |
প্রসঙ্গত, প্রায় একমাস অপরিবর্তিত থাকার পরে চলতি বছরের জানুয়ারি থেকে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে শুরু করে। যা এখন বেড়েছে রেকর্ড পরিমাণ। করোনভাইরাস টিকাকরণ শুরু হতেই ফের বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
উল্লেখ্য, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো তেল বিপণন সংস্থাগুলি বৈদেশিক মুদ্রার হারের যে কোনো পরিবর্তন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বিবেচনায় রেখে প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম সংশোধন করে। খুচরো মূল্যের যে কোনো পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।
আরও পড়তে পারেন: মাঝরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, চলতি মাসে এই নিয়ে তিন বার
শিল্প-বাণিজ্য
মাঝরাতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, চলতি মাসে এই নিয়ে তিন বার
এলপিজি সিলিন্ডারের দাম আবার ২৫ টাকা বাড়ল, তিন মাসে বেড়েছে ২০০ টাকা!

খবর অনলাইন ডেস্ক: চলতি ফেব্রুয়ারি মাসে এই নিয়ে তৃতীয় বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৪ ফেব্রুয়ারি ১৪.২ কেজির ভরতুকিহীন এলপিজি (LPG) সিলিন্ডার পিছু ২৫ টাকা বাড়ার পর ১৫ ফেব্রুয়ারি ফের বেড়েছিল ৫০ টাকা। বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা দর বাড়ল বাড়িতে রান্নার গ্যাস-সিলিন্ডারের।
সব মিলিয়ে এ মাসে রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। এর আগে গত ডিসেম্বরে দু’দফায় বেড়েছিল ১০০ টাকা। চলতি মাসে ফের তারই সঙ্গে সংযোজিত হল আরও ১০০ টাকা।
এলপিজির এই দাম বৃদ্ধি এমন সময়ে হল, যখন ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে। অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায় এই রান্নার গ্যাস।
এমনিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নির্ধারণ করে। সচরাচর সেটা মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। আবার এক মাসে একাধিক বার সংশোধনেরও নজির রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং মার্কিন ডলার- ভারতীয় টাকার বিনিময় হারের উপর নির্ভর করে এলপিজির দাম ওঠা-নামা করতে পারে।
তেল বিপণনকারী সংস্থাগুলি জানিয়েছে, ১৪.২ কেজির ভরতুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। তবে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর ৫ টাকা কমে হয়েছে ১,৫৮৪ টাকা।
ভারত সরকার বর্তমানে গ্রাহকদের ঘরোয়া এলপিজি সিলিন্ডার (domestic LPG cylinders) বিক্রিতে ভরতুকি দিয়ে থাকে। সিলিন্ডার কেনার পরে ভরতুকির পরিমাণ সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। তবে শেষ কয়েক মাস ধরে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়লেও ভরতুকির পরিমাণ স্থির রয়েছে ১৯.৫০ টাকায়। এ বার অবশ্য ভরতুকির পরিমাণ এখনও জানানো হয়নি।
আরও পড়তে পারেন: রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি23 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
ফুটবল3 days ago
দশ জনে খেলা হায়দরাবাদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল এটিকে মোহনবাগান
-
ফুটবল2 days ago
কোনো রকমে হার বাঁচানো এটিকে মোহনবাগানের খেলায় বেজায় ক্ষুব্ধ আন্তোনিও লোপেজ আবাস