মুম্বই: মঙ্গলবার সকালে বিশাল ব্যবধানে খোলার পর বেশ কিছুটা ক্ষত নিরাময় করতে সক্ষম হল ভারতীয় শেয়ার বাজার। গত সপ্তাহের দগদগে ঘা মিটতে না মিটতেই এ দিন সকালে হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। তবে বেলা শেষে সাড়ে ৩০০ পয়েন্টের উপর বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি মিলল এ দিনের জন্য।
এমনিতে শেষ ৬ দিনে প্রায় ৪ হাজার পয়েন্ট নেমেছে সেনসেক্স। সোমবার ৫০০ পয়েন্টের কাছাকাছি নেমে গিয়েছিল নিফটি-ও। এ দিনের শুরুতেই তার-ই আরেকটা ঝলক। তবে বেলা বাড়ার সঙ্গেই পুনরুদ্ধারে মন দেয় শেয়ার বাজারের দুই মূল সূচক। যাতে কিছুটা হলেও আশ্বস্ত হলেন বিনিয়োগকারীরা।
গতকাল সেনসেক্স বন্ধ হয় ৫৭,৪৯১ পয়েন্ট। এ দিন সেখান থেকে অনেকটাই নেমে বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে পড়ে যায় ৫৬,৪০৯ পয়েন্টে। যদিও দিনের শেষে সেনসেক্স ফের পৌঁছে গিয়েছে ৫৭,৮৫৮ পয়েন্ট। একই ভাবে গতকাল ১৭,১৪৯-এ বন্ধ হওয়া নিফটি এ দিন শুরুর মুহূর্তেই নেমে যায় ১৭,০০১ পয়েন্ট। ধাপে ধাপে নেমে পৌঁছোয় ১৬,৮৩৬-এ। দিনের শেষে অনেকটাই সোজা হয়ে ১৭,২৭৭ পয়েন্ট উঠে আসে নিফটি।
গত কয়েক দিন ধরেই চওড়া ধস নেমেছে সেনসেক্স, নিফটি-তে। ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা গিয়েছে। বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য মুদ্রানীতি কঠোর করার বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
বিশেষজ্ঞরা বলছেন, এই অত্যধিক অস্থিরতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যতক্ষণ না ফেড রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে স্পষ্ট কিছু উঠে আসছে, ততক্ষণ এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ফলে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করারই পরামর্শ দিচ্ছেন তাঁরা। তবে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতি হ্রাসের ইঙ্গিত মিললে ফের শেয়ার বাজারের চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়তে পারেন:
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে পদকজয়ীরা একসঙ্গে গাইলেন জাতীয় সংগীত, দেখুন ভিডিও
রাজ্যপাল-স্পিকার জোর তরজা বিধানসভায়, জগদীপ ধনখরের বক্তব্যে সায় শুভেন্দু অধিকারীর
দেদার প্রতিশ্রুতিতে ‘গুরুতর সমস্যা’! কেন্দ্র, নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের
মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু
গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে সক্রিয় কোভিডরোগী কমেছে প্রায় ৬৬ হাজার, কলকাতায় কমেছে সাড়ে ২৭ হাজার