ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেও ঘুরে দাঁড়ানোর লক্ষণ চোখে পড়েনি শেয়ার বাজারে। গত সপ্তাহের মতোই এ সপ্তাহের শুরুর দিনেও পতন অব্যাহত।
তবে মঙ্গলবার শুরুটা মন্দ হবে না বলেই ধরে নেওয়া যেতে পারে। ২০০ দিনের ডেলি মুভিং অ্যাভারেজ খুইয়ে বসেছে নিফটি।
ফলে এখন হিসেব কষা চলছে ৫০০ দিনের পরিপ্রেক্ষিতে। ১০,৮১৭-১০,৮৫৭ পয়েন্টেই এ দিন নামতে পারে নিফটি৫০।
এ দিনের রেজিস্ট্যান্স: ১০,৯৪৫ এবং ১০,৯৯০। অন্য দিকে সাপোর্ট: ১০,৮৫০ এবং ১০,৮১০ পয়েন্ট। অর্থাৎ, ঝুঁকি হালকা হওয়ার ইঙ্গিত ন্যূনতম।
গত ১ ফেব্রুয়ারি ১১ হাজার পয়েন্ট ছুঁতে গিয়েও সফল হতে পারেনি নিফটি। তবে পরের সপ্তাহে সেই লক্ষ্য পূরণ করেছে ৫০ স্টকের সূচক।
কিন্তু তার পর ঝোড়ো গতিতে পতন। ১০,৯৫০ পয়েন্টে যদিও বা কিছুটা থিতু হওয়ার আশা করা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে।
আপাতত ফের টার্গেট থাকবে সেটাই। ডেলি চার্টও সে কথাই বলছে। প্য়াটার্ন বিশ্লেষণ দেখাচ্ছে ১০,৯৫০-এর উপরে ওঠার পরেও হতাশা ছাড়েনি।
সেই হতাশা থেকেই নীচের দিকে নামা, এবং সমানে নামতেই থাকা। ফলে পুনরায় ওই গণ্ডি অতিক্রম না করা পর্যন্ত স্থিতিশীলতার কোনো চিহ্ন নেই।
এমন পরিস্থিতিতে ব্রেকআউট পয়েন্টের নিচে ডুবে যাওয়ার পাশাপাশি নিজেকে আপগ্রেড করার চেষ্টাও চলবে, এমনটাই স্পষ্ট ডেলি চার্টে।
ফলে বিনিয়োগকারীদের হাতে সময় ধরে রাখাটাই বড়ো বাস্তব। সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই নতুন স্টক কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত।
কিছু স্টকের দাম আরও পড়তে পারে। ফলে নীচুতে ধরা গেলে ভালো, নইলে তাড়াহুড়ো করে কিনতে গিয়ে হাত পুড়তে পারে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।