ওয়েবডেস্ক: আপনি কি জানেন, আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল করার শেষ তারিখটা বিভিন্ন বিভাগের করদাতাদের জন্য একেক রকম? যেমন ব্যক্তিবিশেষের জন্য, হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) অথবা যাঁদের কর সংক্রান্ত হিসাব অডিটের প্রয়োজন নেই, তাঁদের জন্য ২০১৮-১৯ আর্থিক বছরের আইটিআর দাখিল করার শেষ তারিখ আগামী ৩১ জুলাই, ২০১৯।
অন্য দিকে বিভিন্ন সংস্থা বা যৌথ উদ্যোগে পরিচালিত ফার্মের জন্য একই আর্থিক বছরের আয়কর দাখিলের শেষ তারিখ মোটেই ৩১ জুলাই পর্যন্ত নয়! নীচে দেখে নিন বিস্তারিত
যে সমস্ত ব্যক্তি / করদাতাদের অ্যাকাউন্টগুলির অডিট করা প্রয়োজন হয় না যেমন, ব্যক্তি, এইচইউএফ, ব্যক্তি সমিতি, ব্যক্তিগঠিত সংগঠন ইত্যাদি তাঁদের জন্য চলতি আর্থিক বছরের আয়কর দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৯।
যে সমস্ত করদাতার অ্যাকাউন্ট অডিট করা প্রয়োজন যেমন একটি কোম্পানি, ফার্ম, ব্যক্তিগত মালিকানাধীন অথবা যৌথ উদ্যোগ, তাদের জন্য আয়কর দাখিলের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯।
এক জন করদাতা, যিনি ধারা ৯২ই*-এর অধীনে আয়কর দাখিল করবেন, তাঁর জন্য শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
*৯২ই ধারায় সেই সমস্ত আয়করদাতা ফাইল রিটার্ন করেন, নির্দিষ্ট আর্থিক বছরে যাঁরা বিদেশি লেনদেন করেছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।