কলকাতা: পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প কিসান বিকাশ পত্র (Kisan Vikas Patra) বা কেভিপি (KVP)। কোনো প্রাপ্তবয়স্ক নিজের নামে অথবা নাবালকের পক্ষে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকী তিন জনে মিলে যৌথ ভাবেও এই অ্যাকাউন্ট খোলা যায়।
কিসান বিকাশ পত্রে সুদের হার
৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া ত্রৈমাসিকের জন্য ইতিমধ্যেই কেভিপি-র সুদের হার ঘোষিত হয়েছে। কেভিপি-তে চলতি সুদের হার এখন ৬.৯ শতাংশ। বলে রাখা ভালো, ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করেই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ১০০ টাকার গুণিতকে বিনিয়োগের পরিমাণ বাড়ানো সম্ভব। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।
ম্যাচিউরিটির মেয়াদ
এই সঞ্চয় প্রকল্পের ম্যাচিউরিটির মেয়াদ বিনিয়োগের তারিখ থেকে ৯ বছর ৫ মাস। ফর্ম-২ পূরণ করে আবেদনের ভিত্তিতে, অ্যাকাউন্ট হোল্ডারকে ম্যাচুরিটির পরিমাণ ফেরত দেওয়া হয়। অ্যাকাউন্ট খোলার সময় নির্ধারিত সুদের হার কার্যকর হয়।
মেয়াদের আগেই প্রত্যাহার
ম্যাচিউরিটি হওয়ার আগেই বিনিয়োগ প্রত্যাহার সম্ভব। তবে বেশ কিছু শর্তে।
*একক অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীর মৃত্যু অথবা যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো এক জনের মৃত্য়ু।
*আদালতের নির্দেশ।
*বিনিয়োগের তারিখ থেকে ২ বছর ৬ মাস পর।
*এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর।
অ্যাকাউন্ট স্থানান্তর
এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে কেভিপি অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়। তবে সে ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত।
*অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু পর নমিনি বা আইনি উত্তরাধিকারীর কাছে।
*যৌথ অ্যাকাউন্টে এক জনের মৃত্যুর পর অন্য জনের নামে।
*আদালতের নির্দেশে।
*নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্টের বন্ধকের উপর।
আরও পড়তে পারেন:
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে ৫ শতাংশ, জানুন কতটা প্রভাব পড়বে বেতনে
‘কালীর ভক্ত, কোনো কিছুতেই ভয় পাই না’, হুঁশিয়ারি মহুয়া মৈত্রর
কালী-বিতর্ক: মহুয়া মৈত্রকে কেন বরখাস্ত করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন চলচ্চিত্র নির্মাতার
রান্নার গ্যাসের সিলিন্ডারে ফের বাড়ল ৫০ টাকা, আপনাকে কত দিতে হবে
ভারতের দৈনিক কোভিড সংক্রমণে সামগ্রিক বৃদ্ধি নেই, মৃত্যুহার নগণ্য
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।