মুম্বই : প্রিয়ঙ্কা চোপড়াকে সিংহাসনচ্যুত করলেন দীপিকা পাড়ুকোন। ২০১৬-য় এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ মহিলা হিসাবে বেছে নেওয়া হল দীপিকাকে। ব্রিটেনের ইস্টার্ন আই নিউজপেপার প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। বলিউড অভিনেত্রী দীপিকা এই প্রথম এই সম্মান পেলেন।
খবর পেয়ে দীপিকা আহ্লাদিত। বলেছেন, “খবরটা আমার মুখে হাসি এনে দিয়েছে। তবে এই সেক্সি শব্দটা বড়ো অদ্ভুত। এক এক জনের কাছে এক এক রকম অর্থ বহন করে। আমার কাছে এটা শুধু শারীরিক নয়। আমি কে, আমি কী, এই ব্যাপারগুলো যে ভালো বুঝবে সে-ই সেক্সি। নিজের উপর আস্থা থাকলে সে সেক্সি, সারল্য হল সেক্সি।”
দীপিকার হলিউড অভিযান শুরু হতে চলেছে ‘এক্স এক্স এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’। নায়কের ভুমিকায় ভিন ডিজেল। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। তার আগে এই সম্মান দীপিকাকে আরও উচ্ছ্বসিত করেছে।
এই জনপ্রিয় তালিকায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছেন চার বার শীর্ষে থাকা প্রিয়ঙ্কা। প্রথম দশে এই প্রথম জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। তাঁর স্থান পঞ্চম। দুই টিভি অভিনেত্রী নিয়া শর্মা ও দ্রাশটি ধামি রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।