NSE Sensex Share BSE Nifty

ওয়েবডেস্ক: দিওয়ালি অথবা ধনতেরাসে বিনিয়োগের রীতি বহুদিনের। তবে সেই রীতির বিস্তার ক্রমশ বাড়ছে, সেটাই লক্ষ্য করার বিষয়। আগে নির্দিষ্ট পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন দিওয়ালি আর ধনতেরাসে বিনিয়োগ, সেটা সোনা কিনে হতে পারে বা অন্য ভাবে- অনেকটাই বেড়েছে।

তা যাই হোক, বিনিয়োগের হাজারো মাধ্যমের মধ্যে একটি অন্য তম মাধ্যম শেয়ার বাজার। সেখানে নানান পদ্ধতিতে বিনিয়োগ করা যায়। তবে দিওয়ালির মুখে দাঁড়িয়ে সে সব নিয়ে বিশদ আলোচনায় না গিয়ে জেনে নেওয়া যাক এমন ১০টি স্টকের কথা, যেগুলো লাভের মুখ দেখাতে পারে দুর্দান্ত।

১. স্টারলাইট টেকনোলজি

এখন দাম ৩৭৪ টাকা, টার্গেট ৪২৫ টাকা

২.জে কে পেপার

এখন দাম ১৮০ টাকা, টার্গেট ২০০ টাকা

৩. ওয়ার্লপুল

এখন দাম ১৩৫২ টাকা, টার্গেট ১৫৭৫ টাকা

৪. চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট

এখন দাম ১৩১৫ টাকা, টার্গেট ১৫০০ টাকা

৫. হ্যাভেলস ইন্ডিয়া

এখন দাম ৬৪০ টাকা, টার্গেট ৭১০ টাকা

৬. ট্রেন্ট

এখন দাম ৩২৫ টাকা, টার্গেট ৩৮০ টাকা

৭. বাটা ইন্ডিয়া

এখন দাম ৯৩৩ টাকা, টার্গেট ১০৬০ টাকা

৮. টাইটান কোম্পানি

এখন দাম ৮৬৬ টাকা, টার্গেট ৯৬৫ টাকা

৯. এসআরএফ

এখন দাম ১৯৪৬ টাকা, টার্গেট ২,২০০ টাকা

১০.বাজাজ ফিন্যান্স

এখন দাম ২৩৮৭ টাকা, টার্গেট ২৭৫০ টাকা

  • শেয়ার বাজারে বিনিয়োগ ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here