bandhan bank
প্রতিনিধিত্বমূলক ছবি

ওয়েবডেস্ক: গত সপ্তাহেই বন্ধন ব্যাঙ্কের উপর বিধিনিষেধ আরোপ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। সেটা ছিল শুক্রবার সাপ্তাহিক ট্রেডিংয়ের শেষ দিন। এ সপ্তাহের শুরুর দিনেই কয়েক ঘণ্টার মধ্যে বন্ধন ব্যাঙ্কের স্টক পিছু দাম পড়ে গেল ২০ শতাংশের উপর। কী এমন ছিল আরবিআইয়ের নির্দেশে?

রিজার্ভ ব্যাঙ্ক দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে শর্ত আরোপ করেছিল বন্ধনকে। যার প্রথমটি ছিল, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নতুন করে কোনো শাখা খুলতে পারবে না বন্ধন।

দ্বিতীয়টি ছিল ব্য়াঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষের বেতনের উপর স্থগিতাদেশ। এই দুই নির্দেশের নেপথ্য ছিল ব্যাঙ্কের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট শর্ত মেনে না চলা। তবে আরবিআইয়ের নির্দেশ পাওয়ার পরই ব্য়াঙ্ক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু আরবিআইয়ের নির্দেশের জোরালো প্রভাব পড়ল ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে।

নিফটির থিতু হওয়ার সময় চলে এসেছে?

গত শুক্রবার বন্ধনের স্টকপিছু দাম ছিল ৫৬৫.২৫ টাকা। সোমবার সকালে ৮৯.৭০ টাকা নেমে ৪৭৫.৫৫ টাকায় দিন শুরু করে। এর পর আরও নেমে গিয়ে দাঁড়ায় ৪৫২.২০ টাকায়। স্টক মার্কেটের নিয়মানুযায়ী তার পরই দর ফ্রিজ হয়ে যায় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন