ওয়েবডেস্ক: যে কোনো বিমা করানোর সময় মনোযোগ দিয়ে পড়ে নিতে হয় বিভিন্ন শর্তাবলি। যদিও বিমা এজেন্টের মুখ থেকে শুধুমাত্র সুযোগ-সুবিধা এবং টাকার পরিমাণটা জেনে নেওয়ার পর সে সবের বালাই থাকে না অনেকের। কিন্তু বিমা সংস্থাগুলিও গ্রাহকদের বলে থাকে, শর্তগুলি ভালো করে বুঝে নেওয়ার জন্য। আবার বিমার আবেদনপত্রটি পূরণ করার সময়েও অনেক ক্ষেত্রে থেকে যায় ভুলত্রুটি। যার জেরে বিমার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর হাতে টাকা পেতে সমস্যায় পড়তে অনেককেই।
বিমার আবেদনপত্র পূরণের সময় সব থেকে নিতান্তই সাধারণ অথচ কার্যকারিতাতে গুরুত্বপূর্ণ ৬টি বিষয়ে বেশি করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। যা পরবর্তীকালে বিমা সংক্রান্ত একাধিক জটিলতা এড়াতে সহায়ক হয়ে উঠতে পারে।
১. ব্যক্তিগত তথ্য,
২. নমিনি,
৩. ইলাস্ট্রেশন,
৪. প্রস্তাব ফর্ম জমা,
৫. বিশেষ অনুমোদন
৬. বিমা শুরু তারিখ
[ আরও পড়ুন: আধার বাদ! ভেরিফিকেশনের নিয়ম বদলে গেল ইন্ডিয়া পোস্টের পেমেন্টস ব্যাঙ্কে ]
নির্দিষ্ট এই ৬টি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে আগে। তার পরই বিমার আবেদনের সম্মতি স্বাক্ষর করা প্রয়োজন। হতে পারে এই কাজগুলি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। কিন্তু প্রস্তুতি আগেভাগে নেওয়াই দরকার, যাতে পরবর্তী সময়ে পস্তাতে না হয়!