condom manufacturer Durex India

ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবার ডলারের নিরিখে টাকার দাম সর্বকালীন পতনের সম্মুখীন হয়েছে। ওই দিন প্রতি ডলারের দর ৬৯.১০ টাকায় বাজার খোলার পর বন্ধ হয় ৬৮.৯৫ টাকায়। অর্থনীতিবিদদের আশঙ্কা, ৬৯-এর চক্কর কাটিয়ে উঠতে না পারলে আরও পতন অনিবার্য। যা ঠেকতে পারে ৭০ টাকাতেও। এই মতকে সঙ্গী করেই কন্ডোম প্রস্তুতকারী সংস্থা নিজেদের বিজ্ঞাপনী প্রচারে নিয়ে এল নতুন প্রলেপ।

ডিউরেক্স নামের ওই সংস্থা টুইটারে লিখেছে, “টাকা হয়তো এই অবস্থানে (69) ঠিক মতো পারফর্ম করতে পারছে না, কিন্তু আপনি পারবেন”।শুধু তাই নয়, সচিত্র ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, টাকার দামে সর্বকালীন পতনের বিষয়টিও।

মূলত আমেরিকা-চিনের মধ্যে চলা ব্যবসায়িক সংঘাতকে কেন্দ্র করেই বিশ্ববাজার তোলপাড় হয়ে চলেছে গত কয়েক মাস ধরেই। আমেরিকা যেহেতু চিন থেকে অধিক মাত্রায় পণ্য আমদানি করে, সে ক্ষেত্রে ডোলান্ড ট্রাম্প ওই সব পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করলে ভুগতে হবে চিনকে। এমন পরিস্থিতিতে চিন চাইছে অন্য ভাবে আমেরিকার উপর চাপ বাড়াতে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এই আমেরিকা-চিন ‘ট্রেড ওয়ার’।

তবে বৃহস্পতি বারে ডিউরেক্সের ওই 69-র গুঁতো যে নিছক বিজ্ঞাপনী উদ্দেশে, সে কথা মানছেন প্রত্যেকেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here