ওয়েবডেস্ক: সন্তানের জন্য আলাদা ব্যাঙ্ক ্অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে। তবে এই ধরনের কোনো কারণের মুখোমুখি যাঁদের হতে হয় না , তাঁদেরও দরকার সন্তানের পৃথক একটা মাইনর অ্যাকাউন্ট খুলে রাখার। এবং যত সামান্য পরিমাণই হোক না কেন, সেই খাতাটিকে সচল রাখা। এতে যেমন নিজের সঞ্চয়ের পরিধি বিস্তৃত হবে, তেমনই সন্তানের মধ্যেও সঞ্চয়ের মানসিকতার বিকাশ ঘটবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের পৃথক আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
১৮ বছর না ছোঁওয়া পর্যন্ত যে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট ব্যাঙ্কের ভাষায় মাইনর অ্যাকাউন্ট নামে বিবেচিত।
কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন?
নাবালকের হয়ে তার স্বাভাবিক অভিভাবক।
একাধিক স্বাভাবিক অভিভাবক।
নাবালকের আইনী অভিভাবক।
১০ বছরের বেশি বয়স হলে নাবালক নিজেই খোলা ও পরিচালনার যোগ্য।
কী কী তথ্য লাগবে?
নাবালকের জন্মের শংসাপত্র।
অভিভাবকের কেওয়াইসি, নাবালকের আদার কার্ড।
অভিভাবকের স্বাক্ষর/ ১০ বছরের বেশি বয়স হলে নাবালকের স্বাক্ষর।
১৮ বছর পর কী হবে?
নাবালকের বয়স ১৮ বছর পার হলে অভিভাবক ক্ষমতা হারাবেন। অর্থাৎ, তিনি আর ওই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাইনর অ্যাকাউন্ট তখন সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। নাবালকের সেওয়াইসি জমা করতে হবে।