CPSE ETF

ওয়েবডেস্ক: আগামী সপ্তাহে সিপিএসই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা  ইটিএফএর চতুর্থ কিস্তিতে ১৪,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিল কেন্দ্র। ইটিএফ এর আগের তিনটি কিস্তিতে ইতিমধ্যেই ১১,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে বলে সূত্রের খবর। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস (সিপিএসই) বা রাষ্ট্রায়ত্ত সংস্থার সংস্থাগুলির এই ইটিএফ সাধারণত যে কোনো মিউচুয়াল ফান্ড প্রকল্পের মতো একই পদ্ধতি অনুসরণের মাধ্যমে কাজ করে।

মূলত খুচরো বিনিয়োগকারীদের উৎসাহ বাড়াতে সিপিএসই ইটিএফ বাজারে নিয়ে এসেছে অর্থ মন্ত্রক। ধাপে ধাপে এই ইটিএফ বাজারে ছাড়া। আগের তিনটি কিস্তির মতোই এ বারও চতুর্থ কিস্তিতে বিনিয়োগের ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই হতে চলেছে বলে জানিয়েছে ওই সূত্র। একই সঙ্গে জানা গিয়েছে, ইস্যু মূল্যের উপর বিনিয়োগকারীরা ৩.৫-৪ শতাংশের ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে রিজার্ভ ব্যাঙ্কের দখল নিতে পারবে কি কেন্দ্র?

উল্লেখ্য, সিপিএসই ইটিএফের প্রারম্ভিক সূচনায় ১০টি রাষ্ট্রায়ত্ত সংস্থা অংশ নিয়েছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৪। সংস্থাগুলির মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান ওয়েল, ওয়েল ইন্ডিয়া, গেইল ইন্ডিয়া, ওএনজিসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন, কন্টেনার কর্পোরেশন, ভারত ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং এনটিপিসি, এনএলসি, এসজেভিএন, এনবিসিসি (নতুন)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here