Share-Market-sensex-nifty

ওয়েবডেস্ক: সাম্প্রতিক জিএসটি সংস্কারের পর দেশের বাইক নির্মাতা সংস্থাগুলির শেয়ার দরে কালো মেঘের ঘনঘটা। গত সোমবার ভারতীয় শেয়ার বাজারের দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটিফিফটি .৬০ শতাংশের উপর বাড়লেও বাজাজ অটো, হিরো মোটর বা টিভিএস মোটর -এর শেয়ারের দর কিন্তু রীতিমতো হুমড়ি খেয়ে পড়ল।

ভিন্ন ভিন্ন সংস্থার তরফে উঠে এসেছে বিভিন্ন যুক্তি-তথ্য়। কিন্তু সে সবের উপরে বাস্তব পরিসংখ্যান বলছে, গত ৫২ সপ্তাহের অর্থাৎ এক বছর সময় কালে এই তিনি সংস্থার শেয়ারের দাম সোমবারেই তলানিতে ঠেকল।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ১১,৯০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা রাষ্ট্রায়ত্ত সংস্থার

গত সোমবার হিরো মোটরকর্পের শেয়ারে ৬.২০ শতাংশ, বাজাজ অটোর ৫.৩৫ শতাংশ এবং টিভিএস মোটর কোম্পানির শেয়ারের দামে ৪.২৭ শতাংশ ধস নেমেছে।

আরও পড়ুন: লাভের ‘গুড়’ যেন পিঁপড়ে না খেয়ে যায়, নিজের সম্পদের সুরক্ষার ভার নিজের হাতেই

পরিসংখ্যান বলছে, শেষ তিনটি কেনাবেচার দিনে হিরোর শেয়ারে পতন হয়েছে ১০ শতাংশ, অন্য দিকে শেষ দুই দিনে বাজাজ অটোর শেয়ারের দাম পড়েছে ১৪ শতাংশ। যা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন বলেই ধরে নেওয়া যেতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here