SBI

ওয়েবডেস্ক: আপনি কি এক জন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র গ্রাহক? অ্যাকাউন্ট থাকলেও এখনও নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নেননি? তা হলে এসবিআই সুযোগ দিচ্ছে বাড়িতে বসেই এই পরিষেবা পাওয়ার জন্য নাম রেজিস্টারের। অর্থাৎ, নেট ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানাতে নিজের শাখায় যাওয়ার কোনো দরকার নেই।

তবে নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু করার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সে ক্ষেত্রে সশরীরে যেতে হবে ব্যাঙ্কে।

নিজের মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। এর পর কী করবেন?

১. চলে যান www.onlinesbi.com-এ

২. নিউ ইউজার অ্যাক্টিভেশন/রেজিস্টার-এ ক্লিক করুন। এর পর একটি পপ-আপ জানতে চাইবে- আপনি কি আগে কখনো আবেদন জানিয়েছেন। উত্তর জানান।

SBI Net banking

SBI Net banking

৩. এর পর একটি নতুন ট্যাব খুলবে। যেখানে আপনাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পর নেক্সট-এ যেতে হবে।

SBI Net banking

৪. এর পর খুলে যাবে নতুন একটি পাতা। যেখানে নিজের বিশদ বিবরণ জানাতে হবে। পাশবই সঙ্গে রাখা জরুরি।

SBI Net banking

৫. ফর্ম পূরণ হয়ে গেলে সাবমিট ক্লিক করতে হবে।

৬. সঠিক ভাবে আবেদন জানানোর পর একটি ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে।

SBI Net banking

৭. এর পর আসা নির্দেশে ‘ব্রাঞ্চে গিয়ে আবেদন না জানিয়ে এটিএম কার্ডের মাধ্যমে আবেদন জানানো’য় সিলেক্ট করে সাবমিট করতে হবে।

SBI Net banking

৮. সাবমিট সম্পূর্ণ হলে সাময়িক ইউজার নেম আসবে। আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলা হবে।

SBI Net banking

৯. এক ঘণ্টার পর এসবিআই কল সেন্টারে ফোন করে নিজের নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। আপনাকে নতুন ইউজার নেম তৈরির কথা বলা হবে।

SBI Net banking

১০. লগিন পাসওয়ার্ড এবং প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে বলা হবে।

SBI Net banking

১১. এর পর আপানার নাম, জন্মস্থান (দেশ) এবং রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে।

১২. সাবমিট করার পরই নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here