নয়াদিল্লি: কথাবার্তা যে চলছে, তা জানা গিয়েছিল ৩০ জানুয়ারি। মাস দেড়েকের মধ্যেই জানা গেল সিদ্ধান্ত। জুড়ে যাচ্ছে ব্রিটেনের ভোডাফোন সংস্থার ভারতীয় শাখা ভোডাফোন ইন্ডিয়া ও আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া। যদিও পুরো সংযুক্তিকরণ প্রক্রিয়াটি শেষ হতে এখনও সময় লাগবে ২৪ মাস।
রিলায়েন্স জিও-র ফ্রি ভয়েস কল ও ডাটার ধাক্কা সামাল দিতেই যে এমন সিদ্ধান্তের পথে হাঁটল দুই সংস্থা, তা বুঝতে বাকি নেই কারও। দুই সংস্থা যুক্ত হয়ে গেলে, নতুন সংখ্যার গ্রাহক সংখ্যা হবে ৩৯ কোটি, যা দেশের মোট গ্রাহক সংখ্যার ৪০%। দেশের মোট টেলিকম বাণিজ্যের ৪৩% দখলে চলে আসবে এই সংস্থার।
গত বৃহস্পতিবারই এয়ারটেল ঘোষণা করেছে, নরওয়ের টেলিকম সংস্থা টেলেনর ইন্ডিয়ার সম্পত্তি তারা কিনে নেবে।
ইন্ডাস টাওয়ার সংস্থায় ৪২% শেয়ার রয়েছে ভোডাফোনের। ওই অংশ ছাড়া ভোডাফোনের বাকি অংশের সঙ্গে আইডিয়ার সংযুক্তিকরণ হবে।
নতুন সংস্থার ৪৫.১% শেয়ার থাকবে ভোডাফোন ইন্ডিয়ার, আইডিয়ার দখলে থাকবে ২৬.১% শেয়ার। বাকি শেয়ার জনগণের জন্য ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন: এক হওয়ার সম্ভাবনা ভোডাফোন এবং আইডিয়া-র: আলোচনায় দুই টেলিকম সংস্থা
এই মুহূর্তে ভারতে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ২৭ কোটি, জিও-র ১০ কোটি। নতুন সংস্থা কাজ শুরু করলে, ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা যে ব্যাপক তীব্রতা পাবে, তা স্পষ্ট।
গত বৃহস্পতিবারই এয়ারটেল ঘোষণা করেছে, নরওয়ের টেলিকম সংস্থা টেলেনর ইন্ডিয়ার সম্পত্তি তারা কিনে নেবে।