indian Currency

ওয়েবডেস্ক: আয়কর জমা করার সময় নাবালক সন্তানের মারফত প্রাপ্ত আয়ের বিবরণও স্পষ্ট ভাবে উল্লেখ করতে হয়। সে ক্ষেত্রে সাধারণত দেখা যায়, নাবালক সন্তানের নামে কোনো সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের টাকার পরিমাণই অধিকাংশ ক্ষেত্রে উল্লেখিত হয়। তবে এই ধরনের যে কোনো আয়ের বিবরণই আয়কর জমা করার সময় উল্লেখ করতেই হয়। এবং সেই উল্লেখিত অর্থ যদি করের আওতায় পড়ে, তা হলে কর দেওয়াটাই বাঞ্ছনীয়। এখন প্রশ্ন, নাবালক সন্তানের আয় পিতা-মাতার মধ্যে কার আয়ের সঙ্গে যুক্ত হয়, যদি তাঁরা দু-জনেই আয়কর দাখিল করে থাকেন?

এ ব্যাপারে কোনো সংশয় বা জটিলতা নেই আয়কর আইনে। বলা হয়েছে, নাবালক সন্তানের নামে যে কোনো আয় ঘোষণা করা বাধ্যতা মূলক। পিতা-মাতা দু-জনেই আয়কর দাখিল করে থাকলে তাঁদের মধ্যে যাঁর আয় বেশি তাঁর সঙ্গেই জুড়ে যাবে সন্তানের নামে আয় হওয়া অর্থ।

আরও পড়ুন: ফর্ম-১৬ ছাড়াও আয়কর জমা করা যাবে, কতটা সহজে?

তবে হ্যাঁ, আয়কর দফতর বারবার বলছে, আয়কর দাখিল করার সময়, বিশেষ করে অনলাইনে ফর্ম ভরার সময় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ অন্যান্য বিবরণ অবশ্যই উল্লেখ করতে হবে। সে ক্ষেত্রে ট্যাক্স রিফান্ড পেতে সুবিধা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here