BSE Share Market

ওয়বেডেস্ক: বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে ১,০০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। অন্য দিকে ১০,২০০-র নীচে নেমে গেল ৫০ স্টকের সূচক নিফটি। এ দিন প্রি-ওপেন মার্কেটে সেনসেক্স পড়ে যায় ২০০ পয়েন্ট এবং নিফটি পৌঁছায় ১০,৩৫০-এর নীচে।

Stock

এ দিন এশিয়ার সমস্ত স্টক মার্কেটই চরম পতনের শিকার হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার নেতিবাচক প্রভাবকেই এই পতনের কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।

এ দেশের শেয়ার বাজারের দিই মূল সূচক সেনসেক্স এবং নিফটি – উভয়ের ২ শতাংশের উপর নীচে চলছে বাজার খোলার আধঘণ্টা পরেও। স্টকগত ভাবে দিওয়ান হাউজিং কর্পোরেশনের পতন হয়েছে ১২ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন