petrol
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: গত মে মাসেই প্রথম লিটার প্রতি ৮০ টাকার উপরে চড়ে যায় কলকাতায় পেট্রোলের দাম। সে মাসে অবশ্য মহানগরে পেট্রোলের সর্বনিম্ন দাম ছিল লিটার প্রতি ৭৭.৩২ টাকা। সেই শেষ। তার পর থেকে ক্রমশ অগ্নিমূল্য হয়েছে পেট্রোল। তবে শেষ ১৪৫ দিনে জুন মাসের ৩০ তারিখে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৭৮.২৩ টাকা। তার পর থেকে আর নামেনি দাম। যা ঘটল বৃহস্পতিবার। এ দিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৭৭.৯৩ টাকা।

গত বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৭৮.৩৩ টাকা। আশা করা গিয়েছিল এ বার বোধহয় একটা বড়োসড়ো কিছু ঘটতে চলেছে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে, তা আশা করা যায়নি। গত ২০ নভেম্বর দাম কমার পর ২১ নভেম্বর আর কোনো হেরফের হয়নি। কিন্তু মাঝে এক দিনের বিরতির পর কলকাতায় বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৪০ পয়সা। ফলে এক লিটার পেট্রোলের দাম দাঁড়াল ৭৭.৯৩ টাকা।


আরও পড়ুন: ইস্তফা দিলেন শোভন, নতুন মেয়র পেয়ে গেল কলকাতা পুরসভা!


গত কয়েক মাস ধরে যে হারে জ্বালানি তেলের দাম বেড়েছে, তাতে টানা সপ্তাহ দুয়েক ধরে দামহ্রাসের ফলে অনেকটাই স্বস্তি মিলছে শহরবাসীর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here